ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫
বাংলা : ২২ অগ্রহায়ণ ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ঢাকা ক্রেডিট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এন্ড ক্রেডিট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

ঢাকা ক্রেডিট এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এন্ড ক্রেডিট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

0
344

ডিসিনিউজবিডি।। ঢাকা

পতাকা উত্তোলন ও বাইবেল পাঠ এর মধ্যেদিয়ে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এন্ড ক্রেডিট সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকা ক্রেডিটের বি কে গুড কনফারেন্স হলে।

২২ নভেম্বর, সোসাইটির চেয়ারম্যান প্রদীপ লুসিয়ানো দাস এর সভাপতিত্বে ও সেক্রেটারী ফিরমিন রাহুল রোজারিও এর সঞ্চালনায় ২৯-তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী অফিসার জোনাস গমেজ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সাবেক প্রেসিডেন্ট নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের বোর্ড সদস্যবৃন্দ, ক্রেডিট ও সুপারভাইজরি কমিটির সদস্যবৃন্দ।

“সময় এসেছে আপনাদের বিনিয়োগ বাড়ানোর। কারণ, আপনাদের দিনের পর দিন খরচ বাড়বে, আপনাদের কাজের পরিধি বাড়বে তাই আপনাদের আয় বাড়াতে হবে, বলেন প্রধান অতিথি মাইকেল জন গমেজ।

“এটা ভালো যে আপনাদের মধ্যে কোনো ধরণের খেলাপী নেই এবং এই ধারাবাহিকতা আপনাদের ধরে রাখতে হবে।” বলেন গমেজ

তিনি বলেন, আপনারা ঢাকা ক্রেডিটের কর্মী এবং আপনাদের পাশে, আপনাদের ভালোর জন্য আমরা সর্বদা আছি ও থাকবো।

‘সততাই আমাদের হাতিয়ার, উন্নয়নই হোক আমাদের অঙ্গীকার’ মূলসুর নিয়ে ২৫ ফেব্রæয়ারী, ১৯৯৩ সালে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এন্ড ক্রেডিট সোসাইটি প্রতিষ্ঠিত হয় এবং ঢাকা ক্রেডিটের প্রতিটিকর্মীর সুযোগ রয়েছে এই সোসাইটির সদস্য হওয়ার।

সোসাইটির চেয়ারম্যান প্রদীপ দাস তার স্বাগত বক্তব্যে মহান সৃষ্টিকর্তা এবং যারা এই সোসাইটি প্রতিষ্ঠা করেছেন তাদেরকে ধন্যবাদ জানানা। তিনি বলেন, আশাকরি আজকের এই বার্ষিক সাধারণ সভায় আপনাদের মূল্যবান মতামত দিয়ে পরিচালনা পরিষদকে আপনারা সহযোগিতা করবেন এবং আপনাদের সহযোগিতায় এই সোসাইটির এক নতুন নিগন্তের সূচনা করবে।

“বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে আমাদের মূলধন বাড়ানোর কোনো বিকল্প নেই এবং এর জন্য বর্তমান পরিচালনা পরিষদ কাজ করে যাচ্ছে।” বলেন সভাপতি দাস

পরে ভাইস-চেয়ারম্যান প্রফুল্ল এল রোজারিও এর ধন্যবাদের বক্তব্যের মাধ্যমে সোসাইটির ২৯-তম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।