ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ০২ নভেম্বর ২০২৫
বাংলা : ১৮ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized মুশরইল ধর্মপল্লী ও সেমিনারির প্রতিপালক সাধু পিতরের পর্ব উদযাপন ও প্রথম খ্রিস্টপ্রসাদ...

মুশরইল ধর্মপল্লী ও সেমিনারির প্রতিপালক সাধু পিতরের পর্ব উদযাপন ও প্রথম খ্রিস্টপ্রসাদ সংস্কার প্রদান

0
168

” সাধু পিতর ছিলেন মন্ডলীর প্রথম পোপ। পাথর হচ্ছে একটি বিল্ডিং বা গৃহের শক্ত ভিত্তি আর যীশু সেই পিতর অর্থ্যাৎ প্রস্তরের ওপর মন্ডলী স্থাপন করেছিলেন। সাধু পিতরের রক্তে যে মন্ডলী স্থাপিত হয়েছে তা কখনো বিলীন হবে না,” ২২ ফেব্রুয়ারী, রাজশাহীর মুশরইল ধর্মপল্লী ও সেমিনারির প্রতিপালক সাধু পিতরের মহাপর্বীয় খ্রিষ্টযাগে ফাদার দিলীপ এস কস্তা একথা বলেন।

ফাদার কস্তা বলেন, সাধু পিতর ছিলেন বিভিন্ন গুণের অধিকারী যার মধ্যে অন্যতম হলো নম্রতা তাই আসুন আজ আমরা সাধু পিতরের গুণ নিয়ে ধ্যান করি এবং ব্যক্তিজীবনে প্রতিফলন ঘটাতে চেষ্টা করি”।

পর্বীয় খ্রিস্টযাগে পৌরোহিত্য করেন ফাদার এবং তাকে সহায়তা করেন পালপুরোহিত ফাদার প্রশান্ত আইন্দ, সেমিনারির পরিচালক ফাদার বিশ্বনাথ মারান্ডী ও অন্যান্য ফাদারগণ। পর্বীয় খ্রিস্টযাগে ধর্মপল্লীর বিভিন্ন গ্রামের ২৭ জন ছেলে-মেয়েকে প্রথম খ্রিষ্টপ্রসাদ সংস্কার প্রদান করা হয়।

ফাদার প্রশান্ত আইন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ” আপনাদের অংশগ্রহণ ও সার্বিক সহযোগিতা আজকের অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করেছে তাই আপনাদের সকলকে ধর্মপল্লীর পালপুরোহিত হিসেবে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই “।

প্রথম খ্রিষ্টপ্রসাদ গ্রহণকারী একজন তার অনুভূতি প্রকাশ করে বলেন,” আজ আমার অনেক আনন্দ লাগছে কারণ আজ আমি যিশুকে গ্রহণ করেছি”।

খ্রিষ্টযাগের পরে ধর্মপল্লীর খ্রিষ্টভক্ত ও সেমিনারিয়ানদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কীর্তন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।