শিরোনাম :
সমবায় অধিদপ্তরের নবনিযুক্ত নিবন্ধক ও মহাপরিচালক এবং ঢাকা বিভাগীয় যুগ্ম-নিবন্ধককে ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা।
ডিসিনিউজ ।। ঢাকা
২০ নভেম্বর, সমবায় অধিদপ্তরের নবনিযুক্ত নিবন্ধক ও মহাপরিচালক জনাব মো: ইসমাইল হোসেন মহোদয়কে এবং ঢাকা বিভাগীয় যুগ্ম-নিবন্ধক জনাব মো: কামরুজ্জামান মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানিয়েছে ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ, সেক্রেটারি মঞ্জু মারীয়া পালমা, ট্রেজারার সুমন জেমস্ ডি’কস্তা, ডিরেক্টর নিরাপদ হালদার, সলোমন আই. রোজারিও, ক্রেডিট কমিটির সদস্য তমাল গমেজ, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মিসেস মারিয়া ডি’কুনা, সদস্য রাজকুমার মন্ডল, সমীরন সমর ভৌমিক, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা জোনাস গমেজ এবং নির্বাহী কর্মকর্তা স্বপন রোজারিও।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ তার শুভচ্ছো বক্তব্যে ঢাকা ক্রেডিট সর্ম্পকে সমবায় অধিদপ্তরের নবনিযুক্ত নিবন্ধক ও মহাপরিচালক জনাব মো: ইসমাইল হোসেন মহোদয়ের নিকট এর বিশাল কর্মযজ্ঞ তুলে ধরেন এবং ভবিষ্যতে সমবায় অঙ্গণে এবং আর্থ-সামাজিক উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘ আমাদের মূল শ্লোগান ‘কর্মসংস্থান আমাদের লক্ষ্য-আত্মনির্ভরশীল সমাজ আমাদের স্বপ্ন’ যা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এর সাথে যুক্ত হয়েছে ডিভাইন মার্সি হাসপাতাল ও নার্সিং ইনষ্টিটিউট। আমরা ডিভাইস মার্সি মেডিকেল কলেজের কার্যক্রম চলমান রেখেছি। ঢাকা ক্রেডিটে বর্তমানে প্রায় ১২’শ কর্মীর প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছি।’































































