ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫
বাংলা : ২২ অগ্রহায়ণ ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন

৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন

0
456

ডিসিনিউজ ॥ ঢাকা

পঞ্চাশতম জাতীয় সমবায় দিবস উদযাপন-২০২১ উদযাপন করা হলো ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

৬ নভেম্বর অনুষ্ঠিত এই  সমবায় দিবসে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মো: মশিউর রহমান এনডিসি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, এমপি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক ড. মো: হারুন-অর-রশিদ বিশ্বাস।

অনুষ্ঠানে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট)সহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা ক্রেডিটের পক্ষে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ডিরেক্টর পল্লব লিনুস ডি’রোজারিও ও আনন্দ ফিলিপ পালমা, ক্রেডিট কমিটির সদস্য লরেন্স পিটার গমেজ, অন্তর মানখিন ও উমা ম্যাগডেলিন গমেজ, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি প্রিয়ন্ত সি. কস্তা ও সদস্য বার্নার্ড পংকজ ডি’রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রধান নির্বাহী কর্মকর্তা লিটন টমাস রোজারিও, অতিরিক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (অপারেশন) শীরেন সিলভেষ্টার গমেজ, ডিভাইন মার্সি জেনারেল হাসপাতালের এডমিন ডিরেক্টর রঞ্জন ফ্রান্সিস রোজারিও, ঢাকা ক্রেডিটের সিও, ম্যানেজার-ইনচার্জবৃন্দসহ উল্লেখযোগ্য সংখ্যাক কর্মী।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, সমবায়ের গুরুত্ব বিবেচনা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের  সংবিধানে সমবায়কে মালিকানার ২য় খাত হিসেবে নির্ধারণ করেন। দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। অনুষ্ঠানে সমবায়ীদের কর্মসংস্থান সৃষ্টি হয় এমন কার্যক্রম হাতে নেওয়ার আহ্বান জানানো হয়।

স্বীকৃতি পুরস্কার

প্রতিবারের মতো এ বছরও ১০টি শ্রেণিতে দেশের সেরা সমবায় সমিতি ও সমবায়ীকে পুরস্কার প্রদান করা হয়েছে। তাদের মধ্যে আটটি সমবায় সমিতি ও দুইজন সমবায়ী।

সমবায়ের মাধ্যমে সুখী ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ গাজীপুরের কালীগঞ্জের মঠবাড়ী ধর্মপল্লীর মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডকে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে জাতীয় সমবায় পুরস্কার প্রদান করা হয়।

২০১২ সনে প্রতিষ্ঠিত এই সমিতির রয়েছে ৫৩ জন কর্মী। ঋণ ও সঞ্চয় প্রোডাক্টের পাশাপাশি এই সমিতির রয়েছে বেশ কিছু প্রকল্প ও প্রজেক্ট।

 নতুন নতুন প্রকল্প ও প্রোডাক্টের মধ্য দিয়ে সৃষ্টি করে চলেছে কর্মসংস্থান।