টানা অষ্টমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করেন।

টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ জয় লাভ করে সরকার গঠন করতে যাচ্ছে। ৭ জানুয়ারি, জাতীয় সংসদ নির্বাচন-২০২৪-এ ২৯৯ টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরমধ্যে ২৯৭টি আসনের প্রাপ্ত ফলাফলের ২২৩টি আসনে আওয়ামী লীগ ও শরিক দল, ১১ টি আসনে জাতীয় পার্টি, ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থী এবং ১টি আসনে নির্দলীয় প্রার্থী জয় লাভ করে।

আওয়ামী লীগের এই নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ চতুর্থবারের মতো বাংলাদেশে সরকার গঠন করতে যাচ্ছে। আওয়ামী লীগের এই নিরঙ্কুশ জয়ে দলের সভাপতি শেখ হাসিনাকে (বর্তমান প্রধানমন্ত্রী) শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এবং সেক্রেটারি মাইকেল জন গমেজ।

তারা এক বিবৃতিতে বলেন, ‘আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে যাচ্ছেন। তিনি ও তাঁর দল বিগত তিন মেয়াদে বাংলাদেশে সরকার গঠন করেছেন। তাঁর যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে গেছে বলেই টানা চতুর্থবার দেশের জনগণ তাদের নির্বাচিত করেছেন। প্রধানমন্ত্রীর এই নিরঙ্কুশ বিজয়ে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তিনি নতুন সরকার গঠন করে পুনরায় দেশকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি বয়ে আনবেন বলে আশা করি। সৃষ্টিকর্তা তাঁকে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য দান করুন, যেন তিনি বাংলাদেশের মাটি ও মানুষের জন্য আরো বেশি কল্যাণ বয়ে আনেন।’