শিরোনাম :
সাংসদ নির্বাচিত হওয়ায় মুক্তিযোদ্ধা কামালকে ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে অভিনন্দন
ডিসিনিউজ।। ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি’কে ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
৮ জানুয়ারী, ২০২৪ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মনিপুরীপাড়াস্ত তার বাসভবনে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া নবনির্বাচিত এমপি’কে শুভেচ্ছা জানান। এই সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের (বিসিএ) প্রেসিডেন্ট ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের ট্রেজারার সুকুমার লিনুস ক্রুজ, বোর্ড ডিরেক্টর, সুপারভাইজরী ও ক্রেডিট কমিটির সদস্যবৃন্দ।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি আপনাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই কারণ আপনারা আমাকে ভালোবাসেন, আমার উপর এবং দেশনেত্রী শেখ হাসিনার উপর ভরসা রেখেছেন।”
তিনি খ্রিষ্টান সম্প্রদায় এবং উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা আমার পাশে সর্বদা থাকবেন এবং আমিও আপনাদের সাথে নিয়েই এগিয়ে যেতে চাই, কারণ মানুষ অন্ধকারে ফিরে যেতে চায় না।
এসময় উপস্থিত ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস্ (কাককো) লি: এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা, বিসিএর যুগ্ম মহসচিব জেমস্ সুব্রত হাজরা, রতন পিটার কোড়াইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯৪,৬৭৯ ভোট পেয়ে ঢাকা-১২ আসনে জয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। লাঙ্গল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দী হিসেবে দুই হাজার ২১৯ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন জাতীয় পার্টির খোরশেদ আলম খুশু।
কামাল ঢাকা-১২ আসন থেকে ঢাকা চতুর্থবারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।