ঢাকা ,
বার : রবিবার
তারিখ : ০৭ ডিসেম্বর ২০২৫
বাংলা : ২২ অগ্রহায়ণ ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট অনুষ্ঠিত হয়েছে ঢাকা খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন

অনুষ্ঠিত হয়েছে ঢাকা খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন

0
412

ডিসিনিউজবিডি।। ঢাকা

ঢাকা খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:, এর ৭ম বার্ষিক সাধারণ সভা ঢাকা ক্রেডিটের প্রধান কার্যালয়ের বিকে গুড কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর, সোসাইটির চেয়ারম্যান জোনাস গমেজ এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক চয়ন হিউবার্ট রিবেরু এর সঞ্চালনায় ২০২৩-২০২৪ এবং ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা একই দিনে অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জু মারীয়া পালমা, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিষ্টান কো-অপারেটিভস্ (কাককো) লি:, এর চেয়ারম্যান টুটুল পিটার রড্রিক্স, ঢাকা ক্রেডিটর বোর্ড ডিরেক্টর মনোজ ক্লেমেন্ট গমেজ, ঢাকা ক্রেডিটের সাবেক কর্মকর্তা ও বর্তমান উপদেষ্টা পল মিস্ত্রিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনারের পক্ষে স্বপন রোজারিও নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ২০২৫-২০২৮ অর্থবছরের জন্য বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হন সভাপতি চয়ন হিউবার্ট রিবেরু, সহ-সভাপতি সোহেল রোজারিও, সম্পাদক এলিয়াস পিন্টু কস্তা, যগ্ম সম্পাদক মিতা পালমা, কোষাধক্ষ শোভন পল ক্রুজ, পরিচাল রতন প্লাসিড কস্তা, প্রবীন পিউরীফিকেশন, শিল্পী দেশাই, হিল্লোল কস্তা, সিন্ধু তেরেজা গমেজ, অপু জিসান হালদার, শৈলী সেন।

সভাপতি জোনাস গমেজ তার স্বাগত বক্তব্যে উপস্থিত সদস্য, প্রধান অতিথি, বিশেষ অতিথি, গেষ্ট অব অনারসহ সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
যে সকল সদস্য নিয়মিত লেনদেন করছেন না, তাদেরকে নিয়মিতভাবে সোসাইটিমূখী করতে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করেন।

তিনি বলেন, এই সোসাইটির অনেক কিছু নেতিবাচক হলেও আমরা বর্তমান পরিচালনা পরিচালনা পরিষদ চেষ্টা করছি আগামী দিকগুলোতে যেন সদস্যদের আস্থা ফিরিয়ে আনার মাধ্যমে সোসাইটির উন্নয়নে কাজ করা যায়।

২০০৮ সালে গঠিত ঢাকা খ্রিষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর বর্তমান সদস্য সংখ্যা ৩০৮ জন এবং সম্পদ পরিসম্পদের পরিমান প্রায় ৪২ লক্ষ টাকা। সদস্য সংখ্যা বৃদ্ধি এবং মূলধন বৃদ্ধিতে বর্তমান পরিচালনা পরিষদ কাজ করে যাচ্ছে বলে জানান জোনাস গমেজ।

গেষ্ট অব অনার টুটুল রড্রিক্স বলেন, একটি হাউজিং সোসাইটির যে ধরণের কাজ করার কথা সেই ধরণের হাউজিং কার্যক্রমে এখনো এই প্রতিষ্ঠান যেতে পারেনি। তবে, এই পর্যায়ে যারা নিয়ে এসেছে তাদেরকে ধন্যবাদ জানাই।

“বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদ যেহেতু শেষ তাহলে আমি বলবো আপনারা কিছু সদস্য এবং অর্থ বাড়ানো চেষ্টা করেন, দৃশ্যমান কাজ হাতে নেন, তাহলে আপনাদের অগ্রগতি দ্রæত বাড়বে।” বলেন রড্রিক্স

ভবিষ্যতের সকল কার্যক্রমে তিনি এই সোসাইটির সাথে থাকবে বলে সোসাইটিকে আশ্বস্ত করেন।

প্রধান অতিথি মঞ্জু মারীয়া পালমা বলেন, “আজকে যে সুন্দর আলোচনা হয়েছে তার জন্য আমি পরিচালনা পরিষদ ও সদস্যদের ধন্যবাদ জানাই।”

এভাবেই স্বচ্ছ¡তা, জবাবদিহিতা, আলোচনা ও সমালোচনার মাধ্যমে সোসাইটিকে এগিয়ে নিয়ে যেতে হবে বলেন সভার প্রধান অতিথি।

তিনি বলেন, “আমাদের উচিত হবে এই সোসাইটিকে নিজের মনে করা, উন্নয়নমূলক কাজে অংশ নেয়া এবং একতাবন্ধ থাকা। তাহলেই সমিতির উন্নয়ন অবশ্যই সম্ভব, আজকের এই ছোট সমিতি একদিন অনেক বড় হবে।”

সাধারণ সভায় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সম্পাদক খোকন মার্ক কস্তা, কোষাধক্ষ শোভন পল ক্রুশসহ ডিরেক্টরবৃন্দ।

শেষে প্রতিষ্ঠানের সহ-সভাপতি বিপুল টি. গমেজ ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে ৭ম বার্ষিক সাধারণ সভায় সমাপ্তি ঘোষণা করেন।