কিশোর অপরাধ দমনের লক্ষে চট্টগ্রাম নগরীতে সন্ধ্যার পর অলিগলি ও মোড়গুলোতে স্কুল পড়ুয়া কিশোরদের যেসব আড্ডা তা বন্ধ করার জন্য অভিযানে নেমেছে পুলিশ।

সোমবার রাত থেকে কোতোয়ালী থানা পুলিশ এ বিশেষ অভিযানে নেমেছে। কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, স্কুলে পড়াশোনা করছে, এমন শিশুকিশোররা যাতে সন্ধ্যার পর যেখানে সেখানে আড্ডা দিতে  না পারে,, সে লক্ষে এ অভিযানে নেমেছে পুলিশ। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা রয়েছে বলেও জানানো হয়।

সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডায় জড়িয়ে বিভিন্ন সময় মারামারিসহ নানা অপরাধের সাথে জড়িয়ে পড়ছে কিশোররা। এগুলো দমনের পাশাপাশি তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত, লেখাপড়ায় মনোযোগী  হওয়া ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সন্ধ্যার পর স্কুল পড়ুয়া কিশোর-কিশোরীদের আড্ডা বন্ধ করছে।

প্রতিদিন সম্ভব না হলেও দুয়েকদিন পরপর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালাবে বলে জানানো হয়।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক সজল কান্তি দাশ বলেন, সোমবার রাত আটটা নাগাদ শুরু হওয়া অভিযানের প্রথম দিন নগরীর চেরাগী পাহাড় মোড়, ডিসি হিল, জামালখান, আসকারদীঘির পাড়সহ বিভিন্ন জায়গায় গিয়ে আড্ডা দেয়া স্কুল পড়ুয়া কিশোরদের তুলে দেয় পুলিশ।  এ সময় সন্দেহজনক কয়েকজন কিশোরকে ধরে থানায় নিয়ে আসে। পরে অভিভাবকদের খবর দিয়ে তাদের জিম্মায় সন্তানদের ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে অভিভাবকদের সচেতন হতে বলা হয়।

অভিভাবক কামাল হোসন বলেন, ইদানিং চট্টগ্রামসহ সারাদেশে অভিভাবকদের ব্যস্ততা,উদাসীনতা, সংসারে অশান্তিসহ নানাবিধ কারণে সন্তানরা বাবামায়ের অবাধ্য হয়ে বাইরের জগতে বেশি আসক্ত হয়ে পড়ছে। বাইরে আড্ডা দিতে গিয়ে নানা অপরাধসহ মারামারি এমনকি খুন পর্যন্ত করছে। তাই সরকার তথা পুলিশের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।