ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ০৫ নভেম্বর ২০২৫
বাংলা : ২১ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized অনুষ্ঠিত হয়েছে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:’র ব্যবস্থাপনা কমিটির নির্বাচন

অনুষ্ঠিত হয়েছে দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:’র ব্যবস্থাপনা কমিটির নির্বাচন

0
405

ডিসিনিউজ ।। ঢাকা

৮ ফেব্রুয়ারী ২০২৫ খ্রিষ্টাব্দ, রোজ শনিবার অনুষ্ঠিত হয়ে গেল দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি:’র ব্যবস্থাপনা কমিটির নির্বাচন বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ মাঠে। ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮.৩০ মিনিটে। পছন্দের প্রার্থীকে ভোট দিতে স্বতস্ফুর্তভাবে কেন্দ্রে যান ভোটাররা। প্রতিষ্ঠার ৪৮ বছরে পা দিয়েছে প্রতিষ্ঠানটি যার সদস্য সংখ্যা ২৫৪৫২ জন। অনুষ্ঠিত নির্বাচনে প্রতাপ-ডিউক-পেপিলন-জেমস-ইউজিন পরিষদ পূর্ন প্যানেল নিয়ে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে।

হাউজিং সোসাইটির নির্বাচনে জয় লাভ করার জন্য প্রতাপ-ডিউক-পেপিলন-জেমস-ইউজিন পরিষদকে শুভেচ্ছা জানিয়েছেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: ঢাকা এর প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, সেক্রেটারি মাইকেল জন গমেজ এবং বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিওসহ ঢাকা ক্রেডিটের ব্যবস্থাপনা কমিটি।


নির্বাচনে চেয়ার প্রতীকে আগষ্টিন প্রতাপ গমেজ চেয়ারম্যান, বই প্রতীকে ডিউক প্রদীপ রোজারিও ভাইস-চেয়ারম্যান, দোয়াত-কলম প্রতীকে পেপিলন হেনরি সেক্রেটারি, টেলিভিশন প্রতীকে জেমস ডি’ রোজারিও পরিচালক, অর্থ ও প্রশাসন এবং চশমা প্রতীকে ইউজিন কোড়াইয়া ট্রেজারার পদে নির্বাচিত হন।