ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ০৪ মে ২০২৪
বাংলা : ২১ বৈশাখ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা Uncategorized জাগরণী সংঘের ৫০ বছরের সুবর্ণজয়ন্তী

জাগরণী সংঘের ৫০ বছরের সুবর্ণজয়ন্তী

0
335

ডিসিনিউজ।।কালীগঞ্জ

জানুয়ারি ১৩ তারিখ শুরু হয় দুইদিন ব্যাপী জাগরণী সংঘের ৫০ বছরের সুবর্ণজয়ন্তী পালন উৎসব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহের আফরোজ চুমকি, এমপি; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোয়াজ্জেম হোসেন পলাশ, চেয়ারম্যান, কালীগঞ্জ উপজেলা; এস এম রবিন হোসেন, মেয়র কালীগঞ্জ পৌরসভা; আবু বকর মিয়া (বাক্কু), চেয়ারম্যান, তুমুলিয়া ইউনিয়ন পরিষদ, ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, প্রেসিডেন্ট, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ঢাকা; ফাদার আলবিন গমেজ, পাল-পুরোহিত, তুমুলিয়া ধর্মপল্লী; সুনীল পেরেরা, প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটির সদস্য, প্রাক্তন সভাপতি, জাগরণী সংঘ; অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ঢাকা এর ট্রেজারার সুকুমার লিনুস  ডিরেক্টর মনিকা গমেজ, ক্রেডিট কমিটির সেক্রেটারি মোশী মন্ডল, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি সুহৃদ গমেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামল এল. কস্তা, আহবায়ক, সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ, জাগরণী সংঘ।

প্রথমে অতিথিরা বেলুন উড়িয়ে ৫০ বছরের সুবর্ণজয়ন্তীর শুভ উদ্ভোধন করেন। এরপর শান্তির প্রতীক কবুতর উড়ানো এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া বলেন যে, আজকের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান জাগরণী সংঘের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেক কম সংঘই সুবর্ণজয়ন্তী উৎসব পালন করতে পারে। ঢাকা ক্রেডিট যুবকদের উন্নয়নে এবং কর্মসংস্থান তৈরিতে সব সময় কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।  তিনি জাগরণী সংঘের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বিশেষ অতিথিদের বক্তব্যের পর কেক কাটা এবং স্মরণিকা উন্মোচনের মাধ্যমে সকালের অধিবেশন শেষ হয়। এরপর দুপুরের আহার পরিবেশন করা হয়। জানুয়ারি ১৪ তারিখ শেষ হবে দুইদিন ব্যাপী জাগরণী সংঘের ৫০ বছরের সুবর্ণজয়ন্তী পালন উৎসব।