ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ০৪ মে ২০২৪
বাংলা : ২১ বৈশাখ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা সাপ্তাহিক পরিক্রমা ডাক্তার, নার্স ও স্বাস্থ্যসেবাকর্মীদের আরো বেশি স্বাস্থ্য বর্জ্য ব্যবস্থাপনায় মনোযোগী হওয়া দরকার

ডাক্তার, নার্স ও স্বাস্থ্যসেবাকর্মীদের আরো বেশি স্বাস্থ্য বর্জ্য ব্যবস্থাপনায় মনোযোগী হওয়া দরকার

0
3283

১১ মে, বনানী পবিত্র আত্মা উচ্চ সেমিনারীতে ৫৯তম খ্রীস্টিয়ান মেডিকেল এসোসিয়েশন অব বাংলাদেশ এর বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। মূলসুর ছিল ‘চল আমার উঠিয়া গিয়া গাঁথি’ (নহিমিয়া ২:১৮ পদ)।

এ দিন ডা. আরজি. সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বিশপ থিয়োটনিয়াস গমেজ সিএসসি এবং বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডা: ডেভিড বি. তালুকদার, রেভা: ডেভিড এ. দাস, জিএস, এনসিসিবি, জেমস তাপস অধিকারী, সিএমএবি সেক্রেটারি ডা. ডেভিড পাহান, উপদেষ্টা ডা. এডুয়ার্ড পল্লব রোজারিওসহ আরো অনেকে।

এ সময় বিশপ থিয়োটনিয়াস বলেন, ‘ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা সমাজে ঈশ্বরের বিশেষ আশীর্বাদিত জন। তাদের রোগির প্রতি আরো বেশি মনোযোগী হওয়া দরকার। নিবিড় পরিচর্যায় রোগি নব জীবন লাভ করেন। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যসেবাকর্মীদের আরো বেশি স্বাস্থ্য বর্জ্য ব্যবস্থাপনায় মনোযোগী হওয়া দরকার।’

অনুষ্ঠানে সিএমএবির ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি বিশপ থিয়োটনিয়াস।

মূলসুরের উপর বক্তব্য রাখেন এনসিসিবির সাধারণ সম্পাদক রেভা. ডেভিড এ. দাস এবং সাইন্টিফিক সেশন পরিচালনা করেন আরএইচপি ম্যানেজার খুরশীদ আলম।

তৃতীয় অধিবেশনে এসোসিয়েশনের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান অতিথি বিশপ থিয়োটনিয়াস ও অধ্যাপক ফাদার জয়ন্ত জুলিয়ান রাকসাম নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

আগামী দুই বছর সংস্থা পরিচালনার জন্য সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) অধ্যাপক ডা. ডেভিড বি. তালুকদার, সহ-সভাপতি ডা. এডুয়ার্ড পল্লব রোজারিও (ঢাকা), ডা. প্রবীর খিয়াং (চট্টগ্রাম), ডা. সুরেন্দ্র নাথ সিং (রংপুর), ডা. ওরিয়ানা মিতা বাড়ৈ (রাজশাহী), ডা. ডিউক চৌধুরী (ব্রাক্ষ্মণবাড়ীয়া), ডা. ষ্টিফেন বিশ্বাস (চট্টগ্রাম), ডা. সুমতি বৈদ্য (ঢাকা), সাধারণ সম্পাদক ডা. ডেভিড পাহান, সহ-সাধারণ সম্পাদক ডা. সিজু শিকদার, কোষাধক্ষ্য জেমস তাপস অধিকারী, সাংগঠনিক সম্পাদক মি. ষ্টিফেন জে. মিত্র, সাংগঠনিক সম্পাদক অর্পা লিপি সরেন, দপ্তর সাহিত্য সম্পাদক কল্পনা সরকার নির্বাচিত হন।

কার্যকরী প্রতিনিধিবৃন্দরা হলেন মার্টিন নাথ (ব্রাক্ষ্মণবাড়ীয়া), দানিয়েল (ঢাকা), টাইটাস দাসগুপ্ত (ব্রাক্ষ্মণবাড়ীয়া), যাকোব খিয়াং (চট্টগ্রাম), প্রিন্স হীরা (ঢাকা), যোহন রায় (রংপুর), ডা. রুনা বৈদ্য (ময়মনসিংহ)।

অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন সরকারী-বেসরকারী হাসপাতাল ও প্রতিষ্ঠানের প্রায় ১২০ জন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যসেবাকর্মী উপস্থিত ছিলেন।

আরবি.আরপি