ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ০৪ মে ২০২৪
বাংলা : ২১ বৈশাখ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা ‘একুশে বাংলা কি-বোর্ড’

কৃত্রিম বুদ্ধিমত্তা ‘একুশে বাংলা কি-বোর্ড’

0
1965

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা  ‘একুশে বাংলা কি-বোর্ড’।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম এই কি-বোর্ড তৈরি করতে সমর্থ্য হয়।২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আই.আই.সি.টি ভবনের সম্মেলন কক্ষে বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড.মুহাম্মদ জাফর ইকবাল কি-বোর্ডটির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(সি.এস.সি) বিভাগের প্রধান অধ্যাপক ড.রেজা সেলিম, অধ্যাপক ড. জহিরুল ইসলাম, অধ্যাপক ড. শহিদুর রহমান প্রমুখ।

টিমের অন্যান্য সদস্যরা হলেন সি.এস.সি বিভাগের শিক্ষার্থী রনিত দেবনাথ আকাশ, উ খ্যয় নু, বুদ্ধ বনিক সাগর, গৌতম চৌধুরী এবং ইন্টারফেস এর ডিজাইনার ফয়সাল হক।

‘কি-বোর্ডটি তার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নিজেই বুঝে ফেলবে আপনি কি লিখতে চাচ্ছেন।যেমন আপনি লিখলেন “আমি ভাল”, কি-বোর্ডটি তার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বুঝে ফেলবে আপনি লিখতে চাচ্ছেন “আমি ভাল আছি” অথবা “আমি ভাল নেই”। এছাড়া টাইপ করে লেখার পাশাপাশি সোয়াপ করে লেখার সুবিধাও রয়েছে’, বলেন সহকারী অধ্যাপক বিশ্বপ্রিয় চক্রবর্তী।

আরবি.আরপি. ২২ ফেব্রুয়ারি, ২০১৮