শিরোনাম :
অনুষ্ঠিত হলো ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে গ্র্যান্ড প্যারেন্টস ডে
ডিসিনিউজবিডি।। ঢাকা
দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর প্রকল্প ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারে পালন করা হলো গ্র্যান্ড প্যারেন্টস ডে।
১৩ সেপ্টেম্বর, ঢাকার মনিপুরিপাড়াস্থ ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের নিজস্ব ভবনে এই আয়োজন করা হয়। এতে সেন্টারের সেবা নেয়া শিশুদের সাথে গ্রান্ড প্যারেন্টসরা ভিউপস্থিত ছিলেন।
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের প্রিন্সিপাল প্যাটসী ডোনা গমেজ বলেন, ‘এটি উদযাপনের উদ্দেশ্য হল বয়স্কদের সম্মান করা এবং শিশুদের তাদের দাদা-দাদিদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও নির্দেশনা সম্পর্কে সচেতন করা। গ্র্যান্ড প্যারেন্টস ডে (Grandparents Day) হল দাদা-দাদি, নানা-নানিদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশের একটি দিন।’

এ সময় আরো উপস্থিত ছিলেন , ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ সহ সেন্টারের শিক্ষার্থীবৃন্দ।
ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের এই আয়োজনকে সাধুবাদ জানায় উপস্থিত ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিক্ষার্থীদের গ্রান্ড প্যারেন্টসগণ।
তারা বলেন, এই ধরণের অনুষ্ঠানটি শুধু যে একটি মধুর স্মৃতি গড়ে তুলবে তাই নয়, উভয় প্রজন্মের মধ্যে বন্ধনকে আরও গাঢ় করে তুলবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিসি চাইল্ড কেয়ার এন্ড এডুকেশন সেন্টারের শিক্ষক লিয়া পিউরীফিকেশন এবং লিপিকা গমেজ।
































































