ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয় ওয়াইএমসিএ’র ৪২তম বার্র্ষিক সাধারণ সভা ও নির্বাচন

অনুষ্ঠিত হলো বাংলাদেশ জাতীয় ওয়াইএমসিএ’র ৪২তম বার্র্ষিক সাধারণ সভা ও নির্বাচন

0
348

কামনাকস্তা: নেত্রকোনার বিরিসিরিতে বাংলাদেশ জাতীয় ওয়াইএমসিএ’র ৪২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হলো।
১৮ মে শুক্রবার বিরিশিরিওয়াইএমসিএ’র সভাকক্ষে বাংলাদেশের আটটি ওয়াইএমসি’র প্রতিনিধির অংশগ্রহণে ৪২তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ জাতীয় ওয়াইএমসিএ’র কার্যনির্বাহী পরিষদের সভাপতি রেমন্ড আরেংয়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেনএশিয়া এন্ড প্যাসিফিক এলায়েন্সএর প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ,
বাংলাদেশ জাতীয় ওয়াইএমসিএ’র সহ-সভাপতি জনি হিউবার্ট রোজারিও, বরিশাল ওয়াইএমসিএ’র এনইসি ডিরেক্টর ফ্রান্সিস বাড়ৈ, ফৈলজানা ওয়াইএমসির এনইসি ডিরেক্টর গগণ রোজারিওসহ আটটি ওয়াইএমসিএ’রপ্রতিনিধি।

বাংলাদেশ ওয়াইএমসিএ’র সভাপতি রেমন্ড আরেংয়ের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে দিনের সভার কার্যক্রম শুরু হয়।

সভার শরুতে ৪১তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ২০১৭-২০১৮ অর্থ বছরের সংশোধিত ২০১৮-২০১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এবং ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট পেশ ও অনুমোদন করা হয়।

৪২তম বার্ষিক সাধারণ সভা শেষে বাংলাদেশ ওয়াইএমসিএ’র কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। বাবু মার্কুজ গমেজ সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হন।

বাবু মার্কুজ গমেজ মাত্র ২৮ বছর বয়সে (১৯৯৭-১৯৯৮) বাংলাদেশ ওয়াইএমসিএ’র জাতীয় কার্যনির্বাহী পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরবর্তীতে ২০০০-২০০২, ২০১০-২০১২ এবং ২০১৫-২০১৬ মেয়াদে ওয়াইএমসিএ’র জাতীয় কার্যনির্বাহী পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ওয়াইএমসিএ তরুণদের উন্নয়নের পাশাপাশি বিশ্বের ১২৫টি দেশে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করছেন।

বাবু মার্কুজ, যিনি ঢাকা ক্রেডিটেরও প্রেসিডেন্ট, বর্তমানে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ওয়াইএমসিএ’র প্রেসিডেন্ট এবং ওয়ার্ল্ড কাউন্সিল অব ওয়াইএমসিএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বাবু মার্কুজ গমেজ বাংলাদেশসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং বিশ্ব ওয়াইএমসিএতে তাঁর যে অবদান তা সত্যিই বিরল।

ঢাকা ক্রেডিটের সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তাসহ সকল কর্মকর্তাএবং ৪০ হাজার সদস্যের পক্ষ থেকে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজকে বিজয়ী শুভেচ্ছা ও অভিনন্দন জানান।