শিরোনাম :
অনুষ্ঠিত হল রাঙ্গামাটিয়া মিশন আন্তঃগ্রাম ফুটবল টুর্ণামেন্ট-২০১৮
‘ক্রীড়া হোক যুব উন্নয়নের মূল শক্তি’ এই স্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটিয়া মিশন খ্রীষ্টান যুব সমিতি এক আন্তঃগ্রাম ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে।
গাজীপুর জেলার কালীগঞ্জের নয়াবাজার সংলগ্ন কাচারিবাগ মাঠে ২৯ জুন (শুক্রবার) বেলা ৫টায় টুর্ণামেন্টের ফাইনাল খেলা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
পুরো টুর্ণামেন্টে সাতানি পাড়া, জয়রামবের, সা-রা-দে, রাঙ্গামাটিয়া পূর্ব পাড়া, রাঙ্গামাটিয়া মধ্য পাড়া এবং রাঙ্গামাটিয়া পশ্চিম পাড়া মোট ৬ টি দল অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় ছোট সাতানি পাড়া এবং জয়রামবের টিম মুখোমুখি হয় এবং ২/১ গোলে ছোট সাতানি পাড়া জয় পেয়ে চ্যা¤িপয়ন হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে রাঙ্গামাটিয়া মিশন খ্রীষ্টান যুব সমিতির সভাপতি প্রিন্স বি রোজারিও’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা এর সেক্রেটারি পংকজ গিলবার্ট কস্তা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, ঢাকা ক্রেডটের ডিরেক্টর পিটার রতন কোড়াইয়ার, ক্রেডিট কমিটির সেক্রেটারি সজল যোসেফ গমেজ, সিইও লিন্টু সি. গমেজ, সিও জোনাস গমেজ, বক্তারপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের মেম্বার জনাব আবু গাফফার মোল্লা, তুমিলিয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার জনাব আলী হোসেন, রাকু এর চেয়ারম্যান জনাব আবু তালেবসহ রাঙ্গামাটিয়া মিশন খ্রীষ্টান যুব সমিতির প্রাক্তন সভাপতিবৃন্দ এবং আরও অনেকে।
প্রধান অতিথি পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। বর্তমানে যুবকরা মাদকে আসক্ত হয়ে পড়ছে। কিন্তু এই ধরণের খেলা আয়োজন করা হলে তারা ব্যস্ত থাকবে, যা তাদেরকে মাদক থেকে দূরে রাখবে। আর এই ধরণের খেলায় যুবকরা নিজেদের ব্যস্ত রাখলে তাদের শারীরিক ও মানসিক গঠনও ঠিক থাকবে।’
তিনি আরো বলেন, ‘এই ধরণের খেলার কারণে গ্রামগুলির মধ্যে আরও বন্ধুত্বপূর্ণ স¤পর্ক গড়ে উঠে। এই ধরণের উদ্যোগে সব সময় ঢাকা ক্রেডিট পাশে আছে এবং থাকবে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় অন্যান্য বক্তারা বলেন, ‘এখন বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় পুরো বিশ্ব আনন্দের জোয়ারে ভাসছে। এই ধরনের টুর্ণামেন্ট এই আনন্দকে আরও বাড়িয়ে দেয়। বর্তমানে যুবকরা খেলাধুলা না করে অন্য কিছুতে আসক্ত হয়ে পড়েছে। তাই এই ধরণের উদ্যোগ তাদেরকে সেই আসক্তি থেকে দূরে থাকতে সহায়তা করবে।’
অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আরবি.আরপি. ৩০ জুন ২০১৮