শিরোনাম :
অবসকিউর ব্যান্ডের গিটারিস্ট খ্রিস্টফার গমেজ প্রিন্স মারা গেছেন
ডিসিনিউজ || ঢাকা
দেশের নামকরা ব্যান্ড দল অবসকিউর ব্যান্ডের বেইজ গিটারিস্ট খ্রিস্টফার গমেজ প্রিন্স মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৫ বছর।
জানা গেছে, গতকাল একটি বেসরকারি রেডিও স্টেশনে কর্মরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেল চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।
খ্রিস্টফারের গ্রামের বাড়ি হাসনাবাদ ধর্মপল্লীর হাসনাবাদ গ্রামে। আজ তেজগাঁও গির্জায় তার মর দেহ দাফন করা হয়েছে। ১৯৮৫ খ্রিষ্টাব্দের ১৫ মার্চ খুলনায় অবসকিউর প্রতিষ্ঠার পর ২০১৮ খ্রিষ্টাব্দে বেইজ গিটারিস্ট হিসেবে ব্যান্ডে যোগ দিয়েছিলেন খ্রিস্টফার গমেজ প্রিন্স।
[wp1s id=”11322″]