ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ অভিবাসী বিষয়ে জাতীয় পালকীয় কর্মশালা

অভিবাসী বিষয়ে জাতীয় পালকীয় কর্মশালা

0
443

ডিসি নিউজ:

ঢাকার সিবিসিবিতে অভিবাসী বিষয়ে জাতীয় পালকীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৯০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
৮-৯ আগস্ট বিশপীয় ন্যায় ও শান্তি কমিশনের আয়োজনে এবং ভাটিকানের মানব উন্নয়ন ডেস্কের সহযোগিতায় এই কর্মশালায় উপস্থিত ছিলেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি, প্রায় সব কটি কাথলিক ধর্মপ্রদেশের বিশপ, উল্লেখযোগ্য সংখ্যাক ফাদার-সিস্টার-ব্রাদার ও প্রতিনিধিগণ।

আরো পড়ুন: ড্রাইভিং পেশায় নিয়োজিতদের নিয়ে মতবিনিময় সভা

কর্মশালার প্রথম দিন ঢাকার আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও অভিবাসীদের অবস্থা তুলে ধরে বলেন, ‘মানুষ অভিবাসী হচ্ছেন বেশ কিছু কারণে। তার মধ্যে রয়েছে জাতিগত সংঘাত ও দ্বন্দ্ব, জলবায়ু পরিবর্তন, মানব পাচার, নিরাপত্তাহীনতা, কর্মসংস্থানের অভাব ইত্যাদি। ‘অভিবাসীদের পালকীয় সেবা করা আমাদের সকলের কর্তব্য। ’
কর্মশালার শেষে ছিলো আগামী দিনগুলো কাথলিক মন্ডলী অভিবাসীদের জন্য কী কাজ করবে তার দিকনির্দেশনা। বিশপীয় ন্যায় ও শান্তি কমিশনের সেক্রেটারি ফাদার লিটন গমেজ ডিসি নিউজকে বলেন, ‘মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের যারা সেবা দিচ্ছেন আমাদেরকে তাদের সহযোগিতা করা। অভিবাসী বা শরণার্থীদের জন্য কাজ যেন প্রজেক্ট-অরিয়েন্টেড না হয়ে সার্ভিস-অরিয়েন্টেড হয়, সেদিকে বিবেচনা করা, কোথায় অভিবাসী রয়েছে, তা নজরে রাখা যেমন- মানব পাচারের শিকার, নদী ভাঙ্গনের শিকার, তাদের খুঁজে বের করতে গবেষণার কাজ করা, নেটওয়াকিং করা, ঢাকার বাইরে থেকে যে সব অভ্যন্তরীন অভিবাসী ঢাকায় আসেন, তাদের জন্য স্ব স্ব ধর্মপ্রদেশের পক্ষ থেকে কাজ করা ইত্যাদি।’
কর্মশালায় অভিবাসী, শরণার্থীদের চ্যালেঞ্জেগুলো নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় উঠে আসার মধ্যে ছিল অভিবাসীরা ভাল অবস্থার জন্য অভিবাসী হলেও তারা ভালো থাকতে পারেন না। মৌলিক চাহিদাগুলো পূরণ করাই তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

আরো পড়ুন:

নিউইয়র্কে সামাজিক আইকন বাবু মার্কুজ গমেজের সাথে সম্মিলিত সাক্ষাৎ-সম্ভাষণ অনুষ্ঠান

বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের পবিত্র ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে তেজগাঁও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠান