শিরোনাম :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিনন্দন
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
ওবায়দুল কাদের হার্টের সমস্যার কারণে সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসায় খ্রিষ্টান সমাজের নেতৃবৃন্দ অভিনন্দন জানান।
বুধবার, (২২ মে) সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবনে (সংসদ ভবনের পাশে) বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মীরাও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ওবায়দুল কাদেরের সাথে সাক্ষাতকালে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও বলেন, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আপনাকে সুস্থ করেছেন এবং দেশের জন্য আবার কাজ করার সুযোগ করে দিয়েছেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি আপনি যেন সুস্থ থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারেন।
নির্মল রোজারিও’র সাথে আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের স্থায়ী কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, বাংলাদেশে খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিওফিল রোজারিও, কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক শিশিলিয়া রোজারিও, ব্রাক্ষ্মনবাড়ীয়া জেলার সাধারণ সম্পাদক মলয় নাথ প্রমুখ।