ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ আন্তঃভাওয়াল কীর্তন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সবুজ বাংলা তরুণ সংঘ

আন্তঃভাওয়াল কীর্তন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সবুজ বাংলা তরুণ সংঘ

0
1797

ডিসিনিউজ || গাজীপুর
আজ আন্তঃভাওয়াল কীর্তন প্রতিযোগিতা ২০১৯ গাজীপুরের কালীগঞ্জের দড়িপাড়ার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ভাওয়াল খ্রীষ্টান যুব সমিতির আয়োজনে এই প্রতিযোগিতায় পাঁচটি কীর্তন দল অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় সবুজ বাংলা তরুণ সংঘ। দ্বিতীয় ও তৃতীয় হয় পর্যায় ক্রমে বৃহত্তর মাউসাইদ ও ভাসানিয়া জাগ্রত যুব সংঘ।
ভাওয়াল খ্রীষ্টান যুব সমিতির প্রেসিডেন্ট জেরী ডমিনিক রড্রিকসের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, কাককোর ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা, ভাওয়াল খ্রীষ্টান যুব সমিতির প্রাক্তন প্রেসিডেন্ট শেখর রোজারিও, রিপন মাইকেল কস্তা, লিংকাস বি রোজারিও, অপু এন গমেজসহ বর্তমান ও প্রাক্তন কর্মকর্তাগণ।
কীর্তন প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে ভাওয়াল খ্রীষ্টান যুব সমিতির প্রেসিডেন্ট জেরী ডমিনিক রড্রিকস ডিসিনিউজকে বলেন, ‘বড়দিনের কীর্তন ভাওয়াল অঞ্চলের খ্রিষ্টানদের একটি ঐতিহ্য। আমরা এই ঐতিহ্য ধারণ ও লালন করার প্রয়াস হিসেবে এই কীর্তন প্রতিযোগিতার আয়োজন করেছি।’
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা অনুষ্ঠানে বলেন, ‘ঢাকা ক্রেডিট সকল ভালো কাজের সাথে আছে, ভবিষ্যতেও থাকবে। ভাওয়াল খ্রীষ্টান যুব সমিতি আয়োজিত কীর্তন প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করেছেন এবং পুরস্কার পেয়েছেন তাদের অভিনন্দন জানাই।’
‘সামাজিক সমস্যা যেমন ইভ-টিজিং, ডাকাতি, জমি দখল, রেল ক্রসিং এর জন্য ব্রিজ নির্মাণ এই সব দাবিতে ভাওয়াল খ্রীষ্টান যুব সমিতির নেতৃবৃন্দকে কাজ করতে হবে’ বলেন ঢাকা ক্রেডিটের সেক্রেটারি ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া। তিনি আরো বলেন, যুব সংগঠনগুলোকে ছাত্রদের দিক-নির্দেশনামূলক সেমিনার আয়োজনের দিকে মনোযোগ দিতে হবে।

[wp1s id=”11082″]
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভাওয়াল খ্রীষ্টান যুব সমিতির সেক্রেটারি লিয়ন গমেজ এবং শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ভাওয়াল খ্রীষ্টান যুব সমিতির ভাইস-প্রেসিডেন্ট ও আন্তঃভাওয়াল কীর্তন প্রতিযোগিতার আহ্বায়ক সোহেল রোজারিও।
প্রতিযোগিতায় আরো অংশ নেয় ভাওয়াল পরিবার ও দড়িপাড়া কীর্তন দল।

আরো পড়ুন:

ঢাকা ক্রেডিটের কীর্তন আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাবে

বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ঢাকা ক্রেডিটের কর্মকর্তাদের দায়িত্ব হস্তান্তর