শিরোনাম :
আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বাইডেন
নিউজ ডেক্স ।। ডিসিনিউজ
মার্কিন ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন। দেশটির স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১১ টা নাগাদ শপথ নেন বাইডেন। মার্কিন প্রধান বিচারপতি জন রবার্টস জো বাইডেনকে শপথ বাক্য পাঠ করান। জো বাইডেন কাথলিক খ্রিষ্টান ধর্মের অনুসারী। (খবর: সিএনএন)
এর আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম একজন কৃষ্ণাঙ্গ ও এশীয় ভাইস প্রেসিডেন্ট। কমলা হ্যারিসকে শপথ বাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমেয়র।
এদিকে শপথ নেওয়ার আগে বাইডেন টুইট বার্তায় বলেছেন, আমেরিকার জন্য নতুন দিন। এছাড়া কমলা হ্যারিস শপথের আগে টুইটে বলেছেন বলেছেন যে তার আগে যেসব নারী এসেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। লিখেন,আমি তাদের কাঁধের ওপরেই দাঁড়িয়ে আছি।
এবারের শপথ অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে।তাই সেনাবেষ্টনির মধ্যেই শপথ নিলেন বাইডেন ও হ্যারিস। তবে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ।
এছাড়াও ক্যাপিটল ভবনে এসেছেন সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন। এসেছেন সাবেক ফার্স্ট লেডি লরা বুশ, মিশেল ওবামা।
বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ অনুষ্ঠানে উপস্থিত না হলেও উপস্থিত হয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। উপস্থিত হয়েছেন আরও নামী দামী তারকা।
সাধারণত যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের অভিষেক হয়ে থাকে আনন্দমুখর পরিবেশে। লাখ লাখ মানুষ অভিষেক অনুষ্ঠান উদযাপন করতে ওয়াশিংটন ডিসিতে জড়ো হন। আমন্ত্রিত অতিথি ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠান দেখতে আসে মানুষ। কিন্তু এবার সেই চিরচেনা দৃশ্যের দেখা মিললো না শপথ অনুষ্ঠানে।
আমেরিকার দায়িত্বগ্রহণের প্রথম দিনই বাইডেন ১৭ টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। সেই সাথে মুসলমানদের যুক্তরাষ্ট্র ভ্রমণের নিষেধাজ্ঞাও তুলে নেন তিনি। অপর দিকে দায়িত্ব নেওয়ার পরপরই হোয়াইট হাউজের চিফ উশার তিমোথি হারলেথকে বরখাস্ত করেন নব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
২০১৭ সালে তিমোথি হারলেথকে হোয়াইট হাউসে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প।ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের রুম ম্যানেজারের দায়িত্বে ছিলেন হারলেথকে। তিনি ওবামা প্রশাসনের হোয়াইট হাউজ চিফ অ্যাঞ্জেলা রেডের স্থলাভিষিক্ত হয়েছিলেন।