ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ আর্চবিশপ মজেস এম. কস্তা’র সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা ও ত্যাগস্বীকারের আহ্বান

আর্চবিশপ মজেস এম. কস্তা’র সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা ও ত্যাগস্বীকারের আহ্বান

0
762

ম্যাগডেলিন ডি’সিলভা ।। চট্টগ্রাম

চট্টগ্রামে আর্চবিশপ মজেস এম. কস্তা’র সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়েছেন  চট্টগ্রাম আর্চ ডায়োসিসের ভিকার জেনারেল ফাদার লেনার্ড সি. রিবেরু।

দি মেট্রোপলিটন আর্চ ডায়োসিসের ওয়েব পেইজে পোস্ট করা এক চিঠিতে তিনি পূণ্যপিতা পোপ ফ্রান্সিসের সাথে আর্চবিশপ মজেস কস্তার একটি ছবি সংযোজন করে শ্রদ্ধাভাজন ফাদার, ব্রাদার, সিস্টার ও খ্রীষ্টভক্তগণকে উদ্দেশ্য করে লিখেন, ‘আপনারা ইতোমধ্যে জেনেছেন যে, পরম শ্রদ্ধেয় আর্চ বিশপ মজেস এম. কস্তা গত ১৩জুন অসুস্থ অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেদিনই কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা নেয়া হয়। পরবর্তীতে ১৪ তারিখ দুপুরের পর জানা যায় যে আর্চবিশপ করোনাভাইরাসে আক্রান্ত’।

ভিকার জেনারেল আর্চ বিশপ মহোদয়ের দ্রুত আরোগ্য কামনা করে সকলকে বিশেষ প্রার্থনা ও ত্যাগস্বীকার করার আহ্বান জানান।
এদিকে  চ্ট্টগ্রামের কাথলিক মন্ডলীর অভিভাবকের অসুস্থতার সংবাদে  উদ্বেগ উৎকন্ঠায় রয়েছেন খ্রীষ্টভক্তগণ। ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁরা আর্চবিশপ মহোদয়ের দ্রুত রোগমুক্তি কামনা করে স্ট্যাটাস ও কমেন্ট দিচ্ছেন।

আর্চবিশপ মহোদয়ের দ্রুত আরোগ্য কামনা করে প্রতিদিন পরিবারে পরিবারে প্রার্থনা ও রোজারি মালা প্রার্থনা অব্যাহত রেখেছেন খ্রীষ্টভক্তগণ।

উল্লেখ্য, চ্ট্টগ্রামের আর্চ বিশপ হাউস ও প্যারিশের অফিস ও অন্যান্য কার্যক্রম গত ৩১মে হতে কয়েকদিনের জন্য খোলা হলেও আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বলে জানান প্যারিশ অফিসের সেক্রেটারি মিঃ পিটার বাড়ৈ। তিনি  আর্চ বিশপ মহোদয়ের দ্রুত রোগমুক্তি কামনা করেন।

এদিকে ১৬ তারিখ রাত এগারোটার দিকে মেট্রোপলিটন আর্চ ডায়োসিসের ওয়েব পেইজে পোস্ট করা এক বিবৃতিতে খ্রীষ্টভক্তদের জানানো হয় যে, পরমেশ্বরের কৃপায় ও আপনাদের প্রার্থনায় আর্চ বিশপ মহোদয় অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন, তাঁর অক্সিজেন নির্ভরতা কমেছে এবং তিনি খাবার খেয়েছেন। বিবৃতিতে তাঁর জন্য প্রার্থনা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।