ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৯ অক্টোবর ২০২৫
বাংলা : ১৪ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ `আশাময় ধরিত্রী বিনির্মাণে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ও পোপ লিও চতুর্দশ’ প্রতিপাদ্য নিয়ে...

`আশাময় ধরিত্রী বিনির্মাণে পুণ্যপিতা পোপ ফ্রান্সিস ও পোপ লিও চতুর্দশ’ প্রতিপাদ্য নিয়ে লাউদাতো সি সপ্তাহ-২০২৫ উদযাপন

0
464

ডিসিনিউজবিডি।। ঢাকা

জীবন জীবিকা ও প্রকৃতি পরিবেশ সুরক্ষা বিষয়ক পোপ ফ্রান্সিসের লাউদাতো সি সর্বজনীন পত্রটির ১০ম বার্ষিকী উপলক্ষে ভ্যাটিকানের সমন্বিত মানব উন্নয়ন নামক মন্ত্রণালয়ের উদ্যোগে ২৪ থেকে ৩১ মে ২০২৫ খ্রিস্টবর্ষে লাউদাতো সি সপ্তাহ ২০২৫ উদযাপন করা হচ্ছে। এই বছর প্রতিপাদ্য ধরিত্রীর জন্য আশা জাগানো।

২৪ মে, এ উপলক্ষে বাংলাদেশ বিশপ সম্মিলনীর ন্যায় ও শান্তি কমিশনের উদ্যোগে দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লিঃ , ফাদার চার্লস জে ইয়াং ফাউন্ডেশন এবং দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি: এর সহযোগিতায় হাউজিং সোসাইটির কনফারেন্স হলে এই সেমিনারটি আয়োজন করা হয়।

কাককো লি:, এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডমিনিক রঞ্জন পিউরিফিকেশনের সঞ্চালনায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে স্বাগত বক্তব্য এবং উদ্দেশ্য তুলে ধরেন ন্যায় ও শান্তি কমিশনের সেক্রেটারী ফাদার ড. লিটন হিউবার্ট গমেজ। তিনি তার স্বাগত বক্তব্য বলেন, ‘ আজকে থেকে আগামী এক সপ্তাহ লাউদাতো সি সপ্তাহ পালন করা হবে । পোপ ফ্রান্সিস বলতেন, লাউদাতো সি নামক সর্বজনীন পত্রটি সবুজ প্রেরণাপত্র নয়, এটা সামাজিক প্রেরনাপত্র। আজ আমরা এই সেমিনারের উদ্দেশ্য অনুধাবন করি, আশাময় ধরিত্রী নির্মাণে একযোগে আমাদের চেতনা সহভাগিতা করতে পারি। ‘

আশাময় ধরিত্রী বিনির্মাণে মানব পরিবার এবং ভাতৃত্ব সম্পর্কে এক সাথে কাজ করার আশাবাদ ব্যাক্ত করে
কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও বলেন, ‘ লাউদাতো সি সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে বর্তমানের এই আয়োজনের জন্য সিবিসিবি ন্যায় ও শান্তি কমিশনকে সাধুবাদ জানাই। সিবিসিবির সভাপতি থাকাকালীন সময়ে লাউদাতো সি প্রকাশের ২০১৫ খ্রী থেকে ২০২০, পর্যন্ত বেশ ঘনিষ্ঠ ভাবে জড়িত ছিলাম।

তিনি বলেন, এই বিশ্বজনীন পত্রটির দশম বার্ষিকী এ বছর। সাম্প্রতিক বিশ্বব্যাপী মহামানব, মহান ব্যক্তিত্ব ও বরেণ্য মানুষের বড়ো খড়া। এই খড়া এতই উত্তপ্ত ও প্রকট যে চারিদিকে দেখা যাচ্ছে দাবানল। আশাময় ধরিত্রী নির্মাণে মানব পরিবার ও মানব ভাতৃত্ব সম্পর্কে পোপ ফ্রান্সিসের ধারণা ও প্রেরণা যেনো আমরা ধারণ করি। এই ধরিত্রী আমাদের সর্ব সাধারণের বসতবাড়ি। বাড়িটাকে রক্ষা করা, যত্ন নেয়া আমাদের নৈতিক দায়িত্ব। ‘

হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগস্টিন প্রতাপ গমেজ তার বক্তব্যে বলেন, ‘ আমাদের ধরিত্রী রক্ষায় আমাদের অবচয় কমাতে হবে। আজ আমরা যেনো এখান থেকে শিক্ষা নিয়ে যেনো খাতা কলমে সীমাবদ্ধ না রেখে ,আমাদের বাস্তব জীবনে এর প্রতিফলন করতে পারি।’

পালকীয় সফরের সময় পোপিও সমবায় সম্পৃক্ততা সম্পর্কে দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস (কাককো) লিঃ চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘ আসুন এই বিশ্বে আমরা চেষ্টা করি এক সাথে চলার, রিলিজিয়াস হারমনি বজায় রাখার। আজকের এই সেমিনারে প্রধান উদ্দেশ্য ধারণ করে সমবায় আন্দোলনের মাধ্যমে বিশ্বজনীনপত্র ফ্রাতেল্লি তুত্তি বা ভাতৃ সকল চেতনা বাস্তবায়ন করি।

সেমিনারে যাজকদের সাথে পুণ্যপিতা পোপ ফ্রান্সিসের ভাতৃত্ব সম্পর্কে সহভাগীতা করেন রেভা: অজিত গমেজ। প্রকৃতি ও পরিবেশ এবং জীবাণু সুরক্ষায় ফাদার চার্লস জে ইয়াং ফাউন্ডেশন এর কার্যক্রম সম্পর্কে সহভাগীতা করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রঞ্জন জে. পি রোজারিও। সামাজিক দায়িত্ব ও মূল্যবোধ সম্পর্কে সহভাগীতা করেন নটরডেম কলেজের শিক্ষক ব্রায়েন রোজারিও, ক্লাইমেট একশন নিয়ে আলোকপাত করেন ওয়ার্ল্ড ভিশন থেকে দোলন গমেজ, পরিবেশ সুরক্ষায় কারিতাসের কার্যক্রম তুলে ধরেন সিডিআই ডিরেক্টর থিওফিল নকরেক এবং ধরিত্রী রক্ষায় বিসিএসএমের কার্যক্রম তুলে ধরেন সংগঠনটির প্রেসিডেন্ট পৌলিন শ্রাবণী বাড়ৈ।

এছাড়াও সেমিনারে জগতের আর্তনাদে সারাদান, টেকসই জীবন যাপন, পরিবেশগত শিক্ষা বিস্তার, পরিবেশগত আধ্যাত্মিকতা, সমাজকে ক্ষমতায়ন ও সম্পৃক্তকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন অন্যান্য বক্তাগণ।