শিরোনাম :
ইউটিউবে সবচেয়ে বেশি প্রর্দশিত হয়েছে যেসব খ্রিষ্টধর্মীয় গান
|| ডিসি নিউজ ||
এক সময় মানুষ রেডিওতে গান শুনতেন। এখন রেডিও’র পাশাপাশি মোবাইলে, কম্পিউটারে, টিভিতে ইন্টারনেটের মাধ্যমে রয়েছে গান শোনা ও ভিডিও দেখার সুযোগ। ইউটিউবে সবচেয়ে বেশি প্রর্দশিত হয়েছে যেসব খ্রিষ্টধর্মীয় গান সেগুলোর অনুসন্ধান করা হয়েছে।
গানটির সুরকার ও গীতিকার মানিক নাথ। গীতাবলীর এই গানটি ইউটিউবে আপলোড করে ‘খ্রিষ্টের বাণী’। এই গানটি প্রদর্শিত হয়েছে ১৬ লক্ষ ৩৫ হাজারের অধিক। গানটি পবিত্র খ্রিষ্টযাগে প্রসাদ-গীতি হিসেবে গাওয়া হয়।
গানটির সুরকার ও গীতিকারের নাম গীতাবলীতে পাওয়া যায়নি। তবে এই গানটি বাণীদীপ্তির ‘তুমি যে আমার দিশা’ ক্যাসেটের। এই গানটি প্রদর্শিত হয়েছে ১০ লক্ষ ৮০ হাজারের অধিক। এটি একটি ভক্তিমূলক গান।
গানটি বাণীদীপ্তির ‘বড়দিনের গান’ ক্যাসেটের। গানের সুরকার ও গীতিকার পিটার সরকার। গানটি প্রদর্শিত হয়েছে ৫ লক্ষ ৭৩ হাজারের অধিক। এটি একটি খ্রিষ্টের জন্মোৎসবের গান।
গানটির সুরকার ও গীতিকার ফাদার মারিও মিস্ত্রী। গানটি প্রদর্শিত হয়েছে ৪ লক্ষ ৮ হাজারের অধিক।
গানটির সুরকার ও গীতিকারের নাম জানা যায়নি। গানটি প্রদর্শিত হয়েছে ৩ লক্ষ ২ হাজারের অধিক।
বাণীদীপ্তির ‘যীশু ডাকেন তোমায়’ক্যাসেটের গান এটি। গানটি প্রদর্শিত হয়েছে ২ লক্ষ ৬৪ হাজারের অধিক।
গানটির সুরকার ও গীতিকার পিটার সরকার। এটি ‘গুড ফ্রাইডে-ইষ্টারের গানের’ ক্যাসেটের গান। ইউটিউবে এই গানটি প্রদর্শিত হয়েছে ২ লক্ষ ৬২ হাজারের অধিক। এটি একটি প্রায়শ্চিত্তকাল ও যাতনাভোগের গান।
আরো পড়ুন
বাংলাদেশের মানবতার প্রশংসা মিয়ানমারের কার্ডিনাল চালর্স মং বো’র
ঢাকা ক্রেডিটের নতুন সদস্য হলেন ৩৭ যুবক-যুবতী
সফল রেন্ট-এ কার ব্যবসায়ী আলফ্রেডের গল্প