ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা আন্তর্জাতিক ইতালিতে এক বাংলাদেশি যুবকের সততার নিদর্শন

ইতালিতে এক বাংলাদেশি যুবকের সততার নিদর্শন

0
350

ডেস্ক:
ইতালির রোমে এক বাংলাদেশি যুবকের সততার নিদর্শন দেখে মুগ্ধ হয়েছেন ইতালির মানুষ।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ইতালির রাজধানীতে ফুটপাতে মানিব্যাগ পাওয়ার পরে ২৩ বছর বয়সী বাংলাদেশি নাগরিক মোসান রাসেল সরাসরি পুলিশের কাছে যান মানিব্যাগেরে আসল মালিককে খুঁজে বের করার জন্য। পরবর্তীতে মালিক রাসেলের কাছ থেকে মানিব্যাগ সংগ্রহ করেন।
রাসেল রবিবার ইতালির দৈনিক পত্রিকা ‘লা রিপাবলিকা’কে বলেন, আমি জানি না এই মানিব্যাগে কত টাকা ছিল। এটা আমার ছিল না বিধায় আমি কোন কিছু না দেখেই পুলিশ স্টেশনে নিয়ে গিয়েছি মানিব্যাগটি। তিনি আরো বলেন, ‘আমার পরিবার আমাকে ছোট বেলায় সৎ হওয়ার শিক্ষা দিয়েছে।’
সততার জন্য মালিক ধন্যবাদ প্রদান করেন র রাসেলকে। তখন রাসেল বলেন, আমি ব্যতিক্রম কিছু করিনি, কারণ এই মানিব্যাগের মালিক আমি নই। মালিক খুশি হয়ে রাসেলকে বকশিস প্রদান করতে চাই তা গ্রহণ করেত অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘আমি শুধু দায়িত্ব পালন করেছি।’
পুলিশ জানিয়েছে, মানিব্যাগটিতে বেশ কয়েকটি ক্রেডিট কার্ড, একটি ড্রাইভিং লাইসেন্স এবং ব্যক্তিগত পরিচয় পত্র ছিল।
রাসেল রোমে একটি ছোট স্টল চালান। এই শহরে সাত বছর ধরে বসবাস করছেন। তিনি বলেছিলেন যে মানিব্যাগের মালিক এবং স্থানীয় ব্যবসায়ীরা তার স্টলে গিয়ে নিয়মিত গ্রাহক হলেই খুশি।

আরো পড়ুন:

নভেম্বরে জাপান ও থাইল্যান্ডে সফর পোপ ফ্রান্সিসের

ভারতে নেতিবাচক সংবাদের বিরুদ্ধে ফাদার-সিস্টারদের আন্দোলন

উড়িষ্যার প্রথম খ্রিষ্টান আদিবাসী নারী পাইলট

১৩ জন নতুন কার্ডিনালের নাম ঘোষণা করলেন পোপ ফ্রান্সিস

কাশ্মীরে সংলাপের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পাকিস্তানি বিশপদের