শিরোনাম :
ঈদুলফিতর উপলক্ষে ঢাকা ক্রেডিটের নেতৃবৃন্দের শুভেচ্ছা
বাংলাদেশসহ বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানের প্রতি রমজানের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি হেমন্ত আই. কোড়াইয়া।
তারা এক যৌথ বিবৃতির মাধ্যমে এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তারা উল্লেখ করেন, ‘দীর্ঘ এক মাস কঠোর কৃচ্ছ্বতা এবং সিয়াম সাধনার পর সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইবোনেরা পবিত্র রমাজানের ঈদ (ঈদুলফিতর) পালন করতে যাচ্ছেন। আমরা তাদের এই আনন্দের দিনে সবাইকে শুভেচ্ছা জানাই। এক মাস তারা রোজা রেখে সিয়াম সাধনার পথে এগিয়ে চলেছে। গরীব দুঃখিদের পাশে থেকে দান-খয়রাত করে তারা পূণ্য অর্জনের মাধ্যমে পবিত্র রমজানের ঈদ পালন করতে তারা প্রস্তুত হয়েছেন।’
বর্তমানে কোভিড-১৯ (করোনা ভাইরাস)-এর এই সংকটময় মুহুতের্ বাংলাদেশসহ সারা বিশ্ব একটি ক্রান্তি লগ্নের মধ্য দিয়ে যাচ্ছে। এই অদৃশ্য মানবশত্রু ভাইরাসের বিরুদ্ধে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক সাথে সংযমের মধ্য দিয়ে প্রতিহত করতে হবে। ঈদের এই মহেন্দ্রক্ষণে সবাই আনন্দ করবে এটাই স্বাভাবিক, কিন্তু করোনা ভাইরাসের জন্য যে স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে, তা যেন সকল ধর্মপ্রান ব্যক্তি পালন করেন।
এছাড়াও বর্তমানে সন্ত্রাস, মৌলবাদ, জঙ্গিবাদ মানব জাতির জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে, মানুষে মানুষে বিদ্বেষ ও বৈরিতা সৃষ্টি করছে। যে কারণে সকল ধর্মের মানুষের মাঝে ঐক্য এবং সম্প্রীতি গড়ে তোলার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ঈদুলফিতরের শান্তির বার্তা সকলের মধ্যে সম্প্রীতি এবং মিলনবন্ধন তৈরি করুক এই কামনা করি। আশা করি মহান ঈদ সকলকে সহাবস্থান ও কল্যাণের পথে চালিত করবে।
আজকের এই মহান দিনে বিশ্বের এবং বাংলাদেশের সকল মুসলমান ভাইবোনদের প্রতি রইলো আমাদের প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।