শিরোনাম :
ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ও সেক্রেটারির শুভেচ্ছা
ডিসিনিউজ ॥ ঢাকা
মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম ভাই-বোনদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া।
তাঁরা বলেন, ‘মুসলিম ভাই-বোনেরা দীর্ঘ এক মাস রমাজানের মাধ্যমে সংযম ও কৃচ্ছ্বতার পর পালন করতে যাচ্ছেন ঈদুল ফিতর। তাঁদের ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাই। এই সময় বিশেষ করে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি, বাংলাদেশ তথা সারা বিশ্ব থেকে যেন করোনাভাইরাসের মহামারি দূর হয়। সকল সংকট কেটে গিয়ে সকলের জীবন যেন হয়ে উঠে নিরাপদ, আনন্দময় ও সমৃদ্ধির।’
তাঁরা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষ মিলে-মিশে বসবাস করে। উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেয়। এই সম্প্রীতির ঐতিহ্য টিকে থাকুক হাজারো বছর।