শিরোনাম :
ঈশ্বরের সেবক টি. এ. গাঙ্গুলীর ৪২তম মৃত্যু বার্ষিকী পালন
ডিসি নিউজ:
আজ ধর্মীয় ভাবগাম্বীর্যের মধ্য দিয়ে পালিত হলো ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর (টি. এ. গাঙ্গুলী) ৪২তম মৃত্যু বার্ষিকী।
খ্রিষ্টযাগের পৌরহিত্য করেন ঢাকা কাথলিক মহা ধর্মপ্রদেশের ধর্মপাল কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি।
তিনি উপদেশ বাণীতে বলেন, ‘জীবিতকালে আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলী এবং মাদার তেরেজাকে মানুষ সাধু বলেছেন। মাদার তেরেজা মন্ডলী থেকে সাধ্বী স্বীকৃতি পেয়েছেন। আমি প্রত্যাশা করি আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলীও মন্ডলী থেকে এই স্বীকৃতি পাবেন।’
ভিডিও: আর্চবিশপ টি এ গাঙ্গুলী লাইব্রেরী
পবিত্র খ্রিষ্টযাগের আগে ঈশ্বরের সেবক টি. এ. গাঙ্গুলীর জীবনের ওপর ভিডিও ডকুমেন্টারী দেখানো হয়। ‘ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলী বাংলাদেশ মন্ডলীর গৌরব’ নামক বইয়ের মোড়ক উন্মোচন করেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি। বইটি সংকলক ও লেখক সুনীল পেরেরা। তিনি ডিসি নিউজকে বলেন, ‘আমি নয় বছর ধওে বইটির জন্য কাজ করেছি। এতে টি. এ. গাঙ্গুলীর উপর বিভিন্ন মানুষের লেখা, কবিতা ও টি. এ. গাঙ্গুলীর জীবনাহ্বান বই স্থান পেয়েছে। তাঁর মধ্যস্থতায় যারা প্রার্থনা করে ফল পেয়েছেন তাদের লেখাও এতে আছে। বইটির কাজ করার সময় আমার খুব ভালো লেগেছে।’
ঈশ্বরের সেবক টি. এ. গাঙ্গুলীর ধন্য শ্রেণীভুক্ত হওয়ার পক্রিয়ার হালনাগাদ তথ্য দেন পবিত্র আত্মা উচ্চ সেমিনারীর পরিচালক ফাদার প্যাট্রিক শিমোন গমেজ। তিনি খ্রিষ্টভক্তদের বলেন, ভাটিকান থেকে একটি দল ঈশ্বরের সেবক থিওটোনিয়াস অমল গাঙ্গুলীর বিষয়ে এদেশ থেকে তথ্য-উপাত্ত নিয়ে গেছেন এবং সেটা ভাটিকান গ্রহণ করেছে। তিনি আরো বলেন, এখন ঈশ্বরের সেবক টি. এ. গাঙ্গুলীর মধ্যস্থতায় কেউ প্রার্থনা করার মধ্য দিয়ে ফল পেলে তা মন্ডলীর নেতৃবৃন্দকে জানানোর জন্য।
বক্তব্য প্রদান করেন আর্চবিশপ টি. এ. গাঙ্গুলী মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান ফাদার প্রশান্ত টি. রিবেরু এবং সেক্রেটারি জেরাল্ড রড্রিগ্স।
খ্রিষ্টযাগের পর ঈশ্বরের সেবক টি. এ. গাঙ্গুলীর সমাধিস্থলে প্রার্থনা করেন কার্ডিনাল মহোদয়। প্রার্থনা শেষে তিনি ও অন্যান্য বিশপগণ পুষ্পাস্তবক অর্পণ করেন। পুষ্পাস্তবক অর্পণ করে ঈশ্বরের সেবক টি. এ. গাঙ্গুলীর প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন সংঘের ফাদার-সিস্টার-ব্রাদারগণ ,বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি নির্মল রোজারিওসহ কারিতাস, ঢাকা খ্রীষ্টান ছাত্র কল্যাণ, বিভিন্ন সংঘ সমিতি।
অনুষ্ঠানে অংশ নেওয়া নির্মল গমেজ ডিসি নিউজকে বলেন, ‘আমি প্রার্থনা করি আমরা যেন দ্রুত ঈশ্বরের সেবক টি. এ. গাঙ্গুলীকে সাধু হিসেবে স্বীকৃতি খবর জানতে পারি। তিনি সত্যি একজন দৃষ্টান্তকারী ব্যক্তি ছিলেন।’
আরো পড়ুন: ঈশ্বরের সেবক টি. এ. গাঙ্গুলীর সাধু শ্রেণীভুক্তকরণে খ্রিষ্টভক্তদের করণীয়