ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ০১ নভেম্বর ২০২৫
বাংলা : ১৭ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ উত্তম মেষ পালকের পর্ব : ভাদুন ধর্মপল্লীর জন্মদিন

উত্তম মেষ পালকের পর্ব : ভাদুন ধর্মপল্লীর জন্মদিন

0
913

শুক্রবার (২৭ এপ্রিল) ঢাকা মহাধর্মপ্রদেশের ভাদুন কোয়াজি ধর্মপল্লীর প্রতিপালক ‘উত্তম মেষ পালকের পর্ব’ পালন করা হয়।

সকাল ৯টায় পর্ব দিবসের অনুষ্ঠান শুরু করা হয়। পর্বীয় খ্রীষ্টযাগ উৎসর্গ করেন নাগরী ধর্মপল্লীর পাল-পুরোহিত জয়ন্ত এস. গমেজ।

খ্রীষ্টযাগে ফাদারের সহযোগী হিসেবে আরো উপস্থিত ছিলেন ভাদুন ধর্মপল্লীর পাল-পুরোহিত পরিমল রোজারিও, সহকারী পাল-পুরোহিত হিউবার্ট গমেজ ও ফাদার সুব্রত বনিফাস সিএসসি।

খ্রীষ্টযাগে ফাদার জয়ন্ত উত্তম মেষ পালক ‘যীশুর’ কথা সকলের সামনে তুলে ধরেন। যীশুই কেন আমাদের প্রতিপালক, তিনি কেন তার কাঁধে সেই মেষ তুলে নেন, কেন তার হাতে সব সময় লাঠি থাকে সেগুলি স¤পর্কে বলেন।

এসময় তিনি বলেন, ‘আমরা যেন সাধু টমাস এর মতো বিশ্বাসী হই। আমাদের বিশ্বাস যেন লোক দেখানো না হয়। তিনি বাড়ীর কর্তা এবং সকল ফাদারদের আহ্বান করেন যীশুর মতো উত্তম মেষ পালক হওয়ার জন্য। যীশুর মধ্যে যে বিশেষ গুনগুলো ছিল তা যেন আমরা আমাদের জীবনে ধারণ করি, সেই বিষয়ে ফাদার সকলকে আহ্বান জানান।

এরপর ৩০ জন ছেলে-মেয়েরা ফাদার জয়ন্ত কর্তৃক প্রথম পাপস্বীকার ও খ্রীষ্টপ্রসাদ সাক্রামেন্ত গ্রহণ করে। এ সময় তারা আগুনকে সাক্ষী রেখে শয়তানকে পরিত্যাগ করার সংকল্প গ্রহণ করে।

আরবি.আরপি. ৩০ এপ্রিল, ২০১৮