ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ০১ নভেম্বর ২০২৫
বাংলা : ১৭ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় ঢাকা ক্রেডিট ও বিসিএ নেতৃবৃন্দের শোক

উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় ঢাকা ক্রেডিট ও বিসিএ নেতৃবৃন্দের শোক

0
2512

ডিসিনিউজবিডি:

উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহতদের প্রতি গভীর শোক ও আহতদের দ্রæত সুস্থতা কামনা করেন দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর নেতৃবৃন্দ।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও সেক্রেটারী মাইকেল জন গমেজ এক শোক বিবৃতিতে ২১ জুলাই, ঢাকার উত্তরায় এই দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক ও আহতদের দ্রæত সুস্থতা কামনা করেন।

প্রতিষ্ঠানটির কর্র্মীগণ এই দুর্ঘটনায় নিহতদের আত্মার চিরশান্তি কামনা, আহতদের দ্রæত আরোগ্য ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ প্রার্থনা করেন।

২১ জুলাই, ২০২৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দুর্ভাগ্যজনক ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও ও মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়া এক যুক্ত বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ নিহত সকলের আত্মার মঙ্গল কামনা করে, নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

২১, জুলাই উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ২২ জুলাই, সকাল পর্যন্ত ২৭ জন নিহত এবং ৭৮ জন আহত অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বাস্থ্য) মো. সায়েদুর রহমান। নিহতদের মধ্যে ২৫ জন মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী, একজন বিমানটির পাইলট ও একজন শিক্ষক।