শিরোনাম :
এটিএম বুথ চালু করতে যাচ্ছে ঢাকা ক্রেডিট
আগামী মাস থেকে দেশের বৃহত্তম সমবায় সমিতি দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) চালু করতে যাচ্ছে এটিএম বুথ। গতকাল ঢাকা ক্রেডিটের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমিতির প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ বলেন, ‘আশা করি আগামী মাস হতে ঢাকা ক্রেডিটের প্রতিটা সেবা কেন্দ্রে আমরা এটিএম বুথ দিতে পারবো, যাতে আমাদের সদস্যরা যেকোনো সময় প্রয়োজন অনুসারে টাকা উত্তোলন করতে পারেন।’ তিনি জানান, এটিএম বুথের মাধ্যমে টাকা স্থানান্তর করা যাবে। এটিএম যখন চালু হবে, তখন সদস্যরা প্লাস্টিক কার্ড (ডেভিড কার্ড) ব্যবহার করে যেকোনো সময় সমিতির সেবাকেন্দ্র হতে টাকা উত্তোলন করতে পারবেন। নিয়মিত ও ভাল সদস্যদের ক্রেডিট কার্ড দেওয়া হবে।
তিনি আরো জানান, ব্যাংকগুলো বর্তমানে যে এটিএম বুথ ব্যবহার করছে, এর প্রচলনএকজন সমবায়ী প্রথম শুরু করেছিলেন।
প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজের যুগোপযোগী এই উদ্যোগের প্রশংসা করেছেন ঢাকা ক্রেডিটের সদস্যরা। তাদের মধ্যে একজন চন্দন স্ট্যানলি আলমিদা ডিসি নিউজকে বলেন, ‘সেবাকেন্দ্রগুলোতে এটিএম বুথ চালু করলে আমরা খুবই উপকৃত হবো। এমন যুগান্তকারী উদ্যোগ নেওয়ার জন্য প্রসিডেন্ট বাবু মার্কুজ গমেজকে ধন্যবাদ জানাই।’
আরো পড়ুন: ইতিহাসে সর্বপ্রথম ঢাকা ক্রেডিট অ্যাপ