শিরোনাম :
ওল্ড প্ল্যাসিডিয়ান এসোসিয়েশন এর ফান ফেয়ার অনুষ্ঠিত
ম্যাগডেলিন ডি’সিলভা || ডিসিনিউজ
ওল্ড প্ল্যাসিডিয়ান এসোসিয়েশনের ফান ফেয়ার চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় অবস্থিত সেন্ট প্ল্যাসিড’স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ৮ নভেম্বর, ২০১৯ ।
দিনব্যাপি এ ফান ফেয়ারে অনুষ্ঠিত হয়েছে দরিদ্র শিশুদের বিনামূল্যের স্কুল পরিচালনার তহবিল সংগ্রহের জন্য।
ওল্ড প্ল্যাসিডিয়ান এসোসিয়েশন (ওপিএ) চ্ট্টগ্রামের মিশনারীদের দ্বারা পরিচালিত ঐতিহ্যবাহী ও নামকরা সেন্ট প্ল্যাসিড’স স্কুলের প্রাক্তন ছাত্রদের জনকল্যাণমূলক সংগঠন। ১৯৫৫ সালে এটি গঠিত হয়। বর্তমানে ওপিএ’র সদস্য সংখ্যা ২ হাজারের ওপরে।
প্রতিবছরই মিনাবাজার বা ফান ফেয়ার এর আয়োজন করা হয় এবং অর্জিত লাভ দিয়ে ওপিএ স্কুল নামে একটি স্কুল পরিচালনা করছে, যেখানে প্রায় ৩০০ জন হতদরিদ্র ছেলেমেয়ে বিনামূল্যে পড়াশোনা করে ও শিক্ষা উপকরণ পাচ্ছে।
ফান ফেয়ারে লাকী কুপন ড্র, ফিসিং পন্ড, ডাক রিং, বুটিক শপ খাবারের দোকান ও শিশুদের জন্য খেলার আয়োজন ছিল। হাজারো মানুষের পদচারণায় ফান ফেয়ার ছিল মুখর।
ফান ফেয়ারটির কনভেনর ছিলেন মিঃ এ্যারোল গোমস্। সংগঠনটির বর্তমান প্রেসিডেন্ট মিঃ মুশফিক আহমেদ চৌধূরী।