শিরোনাম :
কমলাপুরে সাধু আন্তনীর পর্ব পালন
ডিসিনিউজ ॥ কমলাপুর
ধর্মীয় ভাব-গাম্বীয়ের মধ্য দিয়ে সাভারের ধরেন্ডা ধর্মপল্লীর কমলাপুর সাব সেন্টারে পালিত হলো সাধু আন্তনীর পর্ব ২০ নভেম্বর। পর্বীয় পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ করেন কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি।
উপদেশে কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও বলেন, সাধু আন্তনী মঙ্গলবাণী প্রচার করে গেছেন। নানা অলৌকিক কাজ করেছে। তাঁর মঙ্গলবাণী প্রচারের বিশেষ বৈশিষ্ট ছিলো। তিনি জানতেন ও উপলব্ধি করতেন কার কী প্রয়োজন। সেজন্য হাজার হাজার মানুষ তাঁর কাছে আসতেন। তিনি মানুষের প্রয়োজন জেনে কথা বলতেন। আর সেভাবে তিনি প্রচার করেছেন। তিনি সুন্দরভাবে মানুষের কাছে ঈশ্বরের বাণী তুলে ধরেছেন। ঈশ্বর আমাদের সকলকে ভিন্ন ভিন্ন গুণ দিয়েছেন, আমরা যেন সকলে তা ব্যবহার করি।
কার্ডিনাল আরো বলেন, করোনাভাইরাসে বিশেষ অবস্থায় ছিলাম। আমরা গৃহবন্দী ছিলাম কয়েক মাস ধরে। এই অবস্থা ছিলো পৃথিবীর সব মানুষের জন্য। এই অবস্থায় আমার মনে হয় সাধু আন্তনী পরিবারের সাধু আন্তনী ছিলেন। করোনা মহামারীতে অসুবিধা, কষ্ট, অসুস্থতা ও আতংকের সময় আমরা সাধু আন্তনীর সাথে কথা বলেছি। তাঁর মধ্য দিয়ে প্রার্থনা করেছি। পেয়েছি তাঁর অনুগ্রহ।
কার্ডিনাল প্যাট্রিক উল্লেখ যে শুধু ফাদার-সিস্টার-ব্রাদারদেরই বাণী প্রচারের দায়িত্ব না, যারা দীক্ষাস্নান নিয়েছি, তারা সকলেই বাণী প্রচারের জন্য আহুত।
পবিত্র খ্রিষ্টযাগে অংশগ্রহণ করার জন্য খ্রিষ্টভক্তদের ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার আলবার্ট রোজারিও সকলকে ধন্যবাদ জানান।
লক্ষ্য করা গেছে, কয়েক হাজার খ্রিষ্টভক্ত মাস্ক পরিধান করে পর্বীয় খ্রিষ্টযাগে অংশগ্রহণ করেন। যাঁরা মাস্ক আনেননি, তাদের ধর্মপল্লীর পক্ষে বিনামূলে মাস্ক দেওয়া হয়।
কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসিকে ধন্যবাদ
কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি ঢাকার আর্চবিশপ হিসেবে দীর্ঘদিন সেবা দেওয়ার জন্য ধরেন্ডা ধর্মপল্লীর পক্ষে তাঁকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। ভালোবাসর নির্দশন স্বরূপ তাঁর হাতে তুলে দেওয়া হয় ফুল ও উপহার।
ধন্যবাদ ও কৃতজ্ঞতাজ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধরেন্ডা ধর্মপল্লীর পালকীয় পরিষদের সহ-সভাপতি বিলাস বি গমেজ, ধরেন্ডা ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার আলবার্ট রোজারিও, ঢাকা ক্রেডিটের ডিরেক্টর পল্লব লিনুস ডি’রোজারিও, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি প্রিয়ন্ত সি. কস্তা, ধরেন্ডা ধর্মপল্লীর পালকীয় পরিষদের সহ-সেক্রেটারি শিপু পি কস্তা, ধরেন্ডা তরুণ সংঘের সভপাতি ক্লিন্টন কস্তা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ধরেন্ডা ধর্মপল্লীর পালকীয় পরিষদের সেক্রেটারি আগষ্টিন প্রতাপ গমেজ।