ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ করোনায় প্রাণ হারালেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কর্মী হেনরী পিউরীফিকেশন

করোনায় প্রাণ হারালেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কর্মী হেনরী পিউরীফিকেশন

0
3198

লরেন্স রানা || গাজীপুর

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হেনরী পিউরীফিকেশনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫২ বছর।

  আজ (১৮ জুন) দুপুরে ঢাকার মুনিপুরীপাড়ার বাসায় অসুস্থ হয়ে পড়লে  গুলশানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হেনরী পিউরিফিকেশন গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউনিয়নের ছাইতান গ্রামের মৃত আালিচান পিউরীফিকেশনের ছেলে। তিনি দই মেয়ে এবং স্ত্রী রেখে মৃত্যু বরণ করেন।

পারিবারিক সুত্রে জানা গিয়েছে,  হেনরী পিউরিফিকেশন আন্তর্জাতিক দাতা সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে কক্সবাজারে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কর্মসূচীতে কয়েকবছর ধরে কাজ করছিলেন। বিগত দেড় সপ্তাহ ধরে তিনি তার কক্সবাজারের বাসায় করোনা উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। একপর্যায়ে বেশি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা এ্যাম্বুলেন্সে করে তাকে চারদিন আগে তাঁকে ঢাকায় নিয়ে আসেন। এর পর তাঁর অবস্থার সামান্য উন্নতি হলে পান্থপথে অবস্থিত একটি নাম করা হাসপাতালে ডাক্তার দেখানো হয় এবং করোনা চেস্ট করা হয়। গত কাল তাঁর করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরই মাঝে  তিনি কিছুটা সুস্থ হয়ে উঠতে থাকেন।

আজ সকালে ঢাকার মুনিপুরীপাড়ার বাসায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং প্রচন্ড শ্বাসকষ্ট দেখা যায়। এ সময় জরুরি এ্যাম্বুলেন্স খবর দেওয়া হয়।  এ্যাম্বুলেন্স আসার আগেই তিনি বাসায় নিস্তেজ হয়ে পড়েন। পরে তাঁকে গুলশানের একটি হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার হেনরী পিউরীফিকেশনকে  মৃত ঘোষণা করেন।

একজন সফল নেতৃত্ব গুণের অধিকারী হেনরী পিউরীফিকেশন বিভিন্ন সামাজিক কাজের সাথে যুক্ত ছিলেন।  মৃত্যুর আগ পর্যন্ত তিনি নাগরী খ্রীষ্টান কো -অপারেটিব ক্রেডিট ইউনিয়ন  লিঃ এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন এবং নেতৃবর্গ শোক জানিয়েছেন।  এক শোক বার্তায় নাগরী খৃষ্টান কো -অপারেটিব ক্রেডিট ইউনিয়ন  লিঃ এর চেয়ারম্যান সুমন রোজারিও বলেন, “এটি আমাদের জন্য অপূরনীয় ক্ষতি,  তিনি ছিলেন একজন ভাল সমবায়ী এবং সৎ গুণের অধিকারী। আমরা হারালাম একজন ভাল বন্ধু, বড়ভাই,  নেতাকে।”

মৃত হেনরী পিউরীফিকেশনের ভাতিজা  ডিউক পিউরীফিকেশন বলেন,  ‘আজ স্বন্ধা ৬ টায় তেজগাঁও কবরস্থানে হেনরী পিউরিফিকেশনের মর দেহ সমাহিত করা হবে।’