ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ করোনার কাছে হেরে গেছেন ধরেন্ডা ক্রেডিটের সেক্রেটারি নয়ন জি রোজারিও

করোনার কাছে হেরে গেছেন ধরেন্ডা ক্রেডিটের সেক্রেটারি নয়ন জি রোজারিও

0
1623

ডিসিনিউজ || ঢাকা
করোনার সাথে যুদ্ধ করতে করতে অবশেষে হার মানলেন নয়ন জি. রোজারিও। তিনি সাভারের ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর তিন মেয়াদে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।
৬ জুন করোনায় আক্রান্ত হওয়ার তাঁর নমুনা টেস্টে পজেটিভ আসে। ৮ জুন থেকে তিনি রাজধানীর একটি হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর শারীরিক অবস্থা বেশি ভালো যাচ্ছিলো না। উন্নত চিকিৎসার জন্য তাকে স্থানান্তর করা হয় স্কয়ার হাসপাতালে। তাঁকে দুইবার প্লাজমা থেরাপীও দেওয়া হয়। কিন্তু কোনো প্রচেষ্টাই সফল হলো না।
আজ (৪ জুলাই) দুপুর ১২:৫৫ মিনিটে তিনি মৃত্যুর কাছে আত্ম-সমর্পণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৮ বছর।
নয়নের মৃত্যুতে শোক প্রকাশ করে ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ ডিসিনিউজকে বলেন, ‘ধরেন্ডা ধর্মপল্লীর জন্য নয়ন খুব বড় শক্তি ছিল। ধর্মপল্লীর যেকোনো অনুষ্ঠান আয়োজনে নয়ন সামনে থেকে নেতৃত্ব দিতেন। তিনি ছিলেন বিশিষ্ট সমবায়ী, সাংস্কৃতিক কর্মী ও শিক্ষক। সাংস্কৃতিক ক্ষেত্রে ছিলো তার অবাধ বিচরণ।’
মাইকেল আরো বলেন, ‘নয়ন খুব সহজ-সরল ও নিয়মানুবর্তিতায় জীবনযাপন করতেন। কোনো মিটিংয়ে তিনি বিলম্ব করতেন না। ধরেন্ডায় তাঁর মতো নয়ন জি রোজারিও আগামীতে আসবে কিনা জানি না। তাঁর চলে যাওয়ায় আমাদের খুব বড় ক্ষতি হয়ে গেল।’
তিনি জানান, ধরেন্ডা গির্জার কবরস্থানে নয়নের মরদেহ কবরস্থ করার প্রস্তুতি চলছে।
নয়ন ধরেন্ডার রাজাসন গ্রামের সন্তান। তিনি সুশীল রোজারিও ও মেরী রোজারিওর সন্তান। মৃত্যুকালে নয়ন রেখে গেছেন স্ত্রী কৌশলা পিউরীফিকেশনসহ তিন সন্তান অনন্যা, শান্ত ও অরিত্রকে।
ঢাকা ক্রেডিটের সদস্য নয়ন জি রোজারিওর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি হেমন্ত ইগ্নাসিওস কোড়াইয়া। তাঁরা এক বার্তায় বলেন, ‘নয়ন জি রোজারিও একজন সক্রিয় সমবায়ী কর্মী ছিলেন। আমরা তাঁর মৃত্যুতে গভীর শোক ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।’।
কর্মজীবনে নয়ন ছিলেন ধরেন্ডার সেন্ট যোসেফস্ হাই স্কুল এন্ড কলেজের সিনিয়ার শিক্ষক।

প্রসঙ্গত, কিছুদিন আগে সাভারের কমলাপুরের খ্রিষ্টভক্ত রনি গমেজ নামে একজন করোনায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।