ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ করোনায় আক্রান্ত ফাদার ইউজিন হোমরিকের অবস্থা আশঙ্কাজনক

করোনায় আক্রান্ত ফাদার ইউজিন হোমরিকের অবস্থা আশঙ্কাজনক

0
985

ডিসিনিউজ || ঢাকা
গারো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য কাজ করে বিশেষ অবদান রেখেছেন পবিত্র ক্রুশ সংঘের আমেরিকান মিশনারি ফাদার ইউজিন হোমরিক। বর্তমানে আমেরিকায় তাঁর অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের পবিত্র ক্রুশ সংঘের ফাদারদের সুপিরিয়র ফাদার জেমস ক্রুশ সিএসসি।
সুপিরিয়র ডিসিনিউজকে আজ (২২/০৭/২০) সকালে বলেন, ‘আমরা আজ খবর পেয়েছি ফাদার হোমরিক করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর বয়স এখন ৯২ বছর। তাই শরীরিকভাবে তিনি আশঙ্কাজনক অবস্থানে আছেন।’ তাঁর সুস্থতা কামনা করে সকলের নিকট প্রার্থনার আহ্বান করেছেন সুপিরিয়র ফাদার জেমস ক্রুশ।
উল্লেখ, ফাদার ইউজিন হোমরিক বাংলাদেশের মৈয়মনসিংহ-টাঙ্গাইল অঞ্চলে ৬০ বছরেরও অধিক সময় ধরে প্রৈরিতিক কাজ করেছেন। তিনি ময়মনসিংহ কাথলিক ধর্মপ্রদেশে শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সেবা করে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন। তিনি অন্যায়ের সাথে আপোস করেননি। তাঁর নিরবচ্ছিন্ন নিঃশর্ত সেবার কথা স্মরণ করে বাংলার মানুষ তাঁর আরোগ্য কামনা করছেন।
বর্তমানে ফাদার হোমরিক তাঁর জন্মভূমি আমেরিকায় অবস্থান করছেন। তাঁর অবদান ও সেবার কথা এখনো গারো জনগোষ্ঠীসহ তাঁর কর্ম এলাকা মৈয়মনসিংহের সবাই আন্তরিকতা ও সম্মানের সাথে স্মরণ করেন। বিশেষভাবে তিনি গারো সংস্কৃতির সাথে মিশে গিয়েছিলেন ওতোপ্রতোভাবে।
তিনি অনর্গল গারোদের অঞ্চলিক ভাষা বলতে পারতেন। প্রৈরিতিক কাজের সাথে গারোদের সামাজিক-সাংস্কৃতিক রীতিনীতির সাথে তাঁর ছিল নিবিড় সখ্যতা। তাদের নাগরিক অধিকার রক্ষায়ও তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।