ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ করোনায় মারা গেছেন মহাখালীর লুইস কস্তা

করোনায় মারা গেছেন মহাখালীর লুইস কস্তা

0
2572

ডিসি নিউজ || ঢাকা
নীরব ঘাতক করোনায় মারা গেছেন মহাখালীর লুইস কস্তা (৭৮)। তিনি ৫ জুন বিকাল সাড়ে ৩টায় নিজ বাসায় মারা যান। এর আগে ৫ মে মহাখালী খ্রিষ্টানপাড়া থেকে দেশের প্রথম খ্রিষ্টান অজিত কুমার চাকমা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ সন্ধ্যা সাড়ে সাতটায় তেজগাঁও গির্জার কবরস্থানে লুইস কস্তা মরদেহের সৎকার করা হয়েছে। লুইস কস্তার স্ত্রী এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। তিনি এখন সুস্থ। তাদের ছেলে টুটুল কস্তা আমেরিকায় এবং মেয়ে লুনা কস্তা কানাডায় পরিবারসহ থাকেন।
অবসরপ্রাপ্ত লইস কস্তা পেশায় ছিলেন পুরুষ নার্স। তাঁর স্থায়ী নিবাস নাটোরের বড়াইগ্রামের আদগ্রাম। তার স্ত্রীও পেশায় একজন নার্স ছিলেন। তিনি এখন অবসরপ্রাপ্ত। তারা দুজনই মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন নার্স হিসেবে সেবা দিয়েছেন।
এই পর্যন্ত দেশে করোনায় লুইস কস্তাসহ খ্রিষ্টান চার জন মারা গেছেন। আমেরিকায় মারা গেছেন আঠারগ্রামের হাসনাবাদের শিলা দেছা নামের একজন নারী।

মহাখালী খ্রিষ্টানপাড়ায় বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন এবং দুইজন মারা গেছেন।

আরো পড়ুন: আজ সুনীল গমেজ হত্যাকান্ডের ৪র্থ বার্ষিকী