শিরোনাম :
করোনায় সংকট মোকাবেলায় সমবায় সমিতিসমূহের করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
সুমন কোড়াইয়া ।। ঢাকা
‘করোনাভাইরাস জনিত সংকট মোকাবেলায় সমবায় সমিতিসমূহের করণীয়’ শীর্ষক আলোচনা সভা জুমের মাধ্যমে অনলাইনে অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই অনুষ্ঠিত এই আলোচনা সভার আয়োজন করে দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেড (কাককো)।
কাককোর চেয়ারম্যান নির্মল রোজারিওর সভাপতিত্বে এই আলোচনা সভায় অংশ নেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া, হাইজিং সোসাইটির সেক্রেটারি ইম্মানুয়েল বাপ্পী মন্ডলসহ ২২টি সমবায় সমিতির সদস্য ও প্রতিনিধিগণ।
নির্মল রোজারিও তাঁর স্বাগত বক্তব্যে বলেন, ‘করোনাকালে অনেক সমবায় সমিতির কর্মচারীর চাকরি চলে গেছে, অনেকের আয় নাই, এই সংকট চলমান থাকার সম্ভাবনা রয়েছে। এই সংকটে সমবায়ের নেতা হিসেবে আমরা কোনো উদ্যোগ নিতে পারি কিনা।’
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন, চার্চ এবং সরকারের পক্ষ থেকে। বৃক্ষরোপণ করে আমরা সেই উদ্যোগকে সংহতি প্রকাশ করতে পারি।’
তিনি উল্লেখ করেন, কাককোর পক্ষ থেকে ‘করোনা সহায়তা তহবিল’ গঠন করা হয়েছে। সেখানে সমবায় সমিতিগুলো অনুদান দিয়ে করোনার বিরুদ্ধে প্রত্যেক্ষভাবে কাজ করতে পারে। এই অর্থ যেসব খ্রিষ্টভক্ত অর্থাভাবে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে পারবেন না, তাদের জন্য ব্যয় করা হবে বলে তিনি জানান।
ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা বলেন, ‘করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রান্তিক শ্রেণির মানুষ। যারা বিউটি পার্লারে, রেস্টুরেন্টে ও ছোট ছোট স্কুলে চাকরি করেন তাদের ক্ষতির পরিমাণটা বেশি। আমি মনে করি সমিতির সদস্যদের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়া যাতে করে মানুষ কৃষিকাজ বা ব্যবসা করে যেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।’
ঢাকা ক্রেডিটের সেক্রেটারি আলোচনায় অংশ নেওয়া বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখন দাবি আদায়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী তারা যদি রাজপথে নামতে পারে, তাহলে দাবি আদায়ে আমরা কেন নামতে পারবো না। সমবায়ের ১৫% ট্যাক্স সরকারকে কমিয়ে আনতে হবে। সরকারের প্রণোদনার সমবায়ের জন্য আন্দোলনের কোনো বিকল্প নাই বলে তিনি উল্লেখ করেন।
হাইজিং সোসাইটির সেক্রেটারি ইম্মানুয়েল বাপ্পী মন্ডল বলেন, ‘সমবায় অধিদপ্তর এবং সরকার যদি আমাদের পাশে না থাকে, তাহলে পাঁচ মাসে আমরা কিস্তি ফেরত না পেয়ে যে ক্ষতির শিকার হয়েছি, তা অতিক্রম করতে পারবো না।’
ঢাকা শহরের বাইরের সমবায় সমিতির অবস্থার কথা উল্লেখ করেন মাউছাইদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর চেয়ারম্যান ডেভিড প্রবীন রোজারিও। তিনি বলেন, ‘আমাদের সমিতি করোনা মহামারিতে মুখ থুবড়ে পড়েছে। সদস্যদের আর্থিক যে বুনিয়াদ আছে, সেটা ধ্বংস হয়ে গেছে। গ্রামের সমিতিগুলোর আয় অনেকাংশে কমে গেছে। বিশেষ করে যারা বিদেশে চাকরি করেন, অটো চালান বা অন্যান্য ব্যবসা করেন, সেগুলো এখন হুমকির সম্মুখিন। অনেক সদস্য সমিতিতে বই লিখছেন না। এটা বড় একটা চ্যালেঞ্জ।
অংশগ্রহণকারী অন্যান্য সদস্য সমিতি ও প্রতিনিধিগণের মধ্যে রয়েছেন নোয়াখালী প্রবাসী খ্রীষ্টান সমবায় সমিতি লি:-এর চেয়ারম্যান রোবেন গোনসালভেস, মহাখালী খ্রীষ্টান কো-অপরেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর চেয়ারম্যান বেনেডিক্ট ডি’ক্রুজ, ঢাকাস্থ বোর্নী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর ভাইস-চেয়ারম্যান এলিয়াস পিন্টু কস্তা, ঢাকা খ্রিষ্টিয়ান বহুমূখী সমবায় সমিতি লি:-এর সভাপতি প্রদীপ সরকার, ধরেন্ডা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর চেয়ারম্যান মাইকেল জন গমেজ, গারো কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর ম্যানেজার সিমিয়ন রিছিল ও কাক্কোর ডিরেক্টর পৌল প্রেমশন ম্রং, দড়িপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সেক্রেটারি পংকজ লরেন্স কস্তা ও ডিরেক্টর নিপা যোসপিন কোড়াইয়া, তুমিলিয়া ধর্মপল্লী খ্রীষ্টান বহুমুখী সমবায় সমিতি লি:-এর ভাইস-চেয়ারম্যন তমাল এস গমেজ, রাঙ্গামাটিয়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর ভাইস-চেয়ারম্যন কাজল শিমন ডি’ কস্তা, খ্রীষ্টিয়ান সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি স্বপন হালদার, লক্ষ্মীবাজার খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর চেয়ারম্যান পংকজ গমেজ, গোল্লা খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর চেয়ারম্যান টমাস রোজারিও ও সেক্রেটারি পিটার প্রভাত গমেজ, মঠবাড়ী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:-এর ভাইস-চেয়ারম্যন ডেভিড রোজারিও, আবিমা আদিবাসী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর চেয়ারম্যান অজয় এ. মৃ, গারো কর্মজীবি সমবায় সমিতি লি:-এর চেয়ারম্যান প্রদীপ ম্রং, তুইতাল খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর চেয়ারম্যান খ্রীষ্টফার গমেজ, হাসনাবাদ খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর সেক্রেটারি প্রীতি এঞ্জেলা গমেজ
মাউছাইদ খ্রীষ্টান মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লি-এর চেয়ারম্যান ও কাককোর সেক্রেটারি ডমিনিক রঞ্জন পিউরীফিকেশন অনুষ্ঠানের সঞ্চালনা করেন। সভার শুরুতে প্রার্থনা করেন ঢাকা খ্রিষ্টিয়ান বহুমূখী সমবায় সমিতি লি:-এর সভাপতি প্রদীপ সরকার।
শেষে ধন্যবাদ দেন কাককোর ভাইস-চেয়ারম্যান অনিল লিও কস্তা।
জুম মিটিং এর আলোচনা শুনুন এখানে