ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ করোনা-নেগেটিভ হয়েও ডেনন্টিস্ট ডাঃ এলভিনা মারা গেলেন

করোনা-নেগেটিভ হয়েও ডেনন্টিস্ট ডাঃ এলভিনা মারা গেলেন

0
1419

ডিসি নিউজ || ঢাকা

আজ ১৭ অক্টোবর শনিবার সোয়া ১১টায় ডাক্তার এলভিনা পারভীন গোস্বামী স্কয়ার হাসপাতালে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনা নেগেটিভ হয়েও ফুসফুসের প্রদাহসহ নিমোনিয়ায় আক্রান্ত হয়েছিলে তিনি, জানালেন তাঁর স্বজনেরা। মৃতকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

ডাঃ এলভিনা ঢাকা খ্রীষ্টান বহুমূখী সমবায় সমিতি লিমিটেড-এর বর্তমান সেক্রেটারি ডাঃ বিনয় গোস্বামীর সহধর্মিনী। তিনি ছিলেন এসডিএ চার্চের একজন নিষ্ঠাবান সদস্য এবং  তাঁরা স্বামী-স্ত্রী দুজনেই ছিলেন দেশের সর্ববৃহৎ সমবায় সমিতি ঢাকা ক্রেডিটের সদস্য।

 ডেনটিস্ট ডাক্তারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও সেক্রেটারি  হেমন্ত আই. কোড়াইয়াসহ সকল কর্মকর্তা। প্রেসিডেন্ট বলেন, ‘খ্রিষ্টীয় সমাজ হারালো গুণী মানুষকে আর সমাজ বঞ্চিত হলো একজন তাঁর গুণগত সেবা থেকে।’  

ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্র্ট আশিস বিশ্বাস ডিসি নিউজকে জানান, আগামীকাল  রোববার ১৮ অক্টোবর সকাল ৮টায় তাঁর মরদেহ মিরপুর ১ নম্বরে এসডিএ চার্চে (সনি হলের উল্টাদিকে) প্রথম অন্ত্যেষ্টিক্রিয়া হবে। পরে দুপুর ১টায় তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে কালিয়াকৈর গোয়ালবাথান এসডিএ চার্চে। সেখানে দ্বিতীয়বার অন্ত্যেষ্টিক্রিয়ার পর গোয়ালবাথান কবরস্থানেই তাঁকে সমাধিস্থ করা হবে।

তিনি ডেনটিস্ট ডাক্তার হিসেবে বনানীর জনসন ডেন্টাল ক্লিনিকে দীর্ঘদিন যাবত জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে- সকল রোগীকে সেবা দিয়ে আসছিলেন। সমাজে ও মন্ডলীতে তিনি ছিলেন একনিষ্ঠ কর্মী ও সমাজসেবক।  তাঁর মৃত্যুতে শুন্যতা সৃষ্টি হয়েছে সমাজে ও বনানীর ডেন্টাল ক্লিনিকে।   

তাঁর স্বজনেরা জানান, করোনায়ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক দিন তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। অক্টোবরের ১৩ তারিখে করোনা নেগেটিভ হলে তাঁকে জেনারেল ওয়ার্ডে পাঠানো হয়। এরই মধ্যে নিমোনিয়া ও ফুসফসে প্রদাহ দেখা দিলে তিনি মারা যান, জানান সংশ্লিষ্ট ডাক্তারগণ।

মৃত্যুকালে তিনি রেখে গেলেন এক মেয়ে ও স্বামীসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী।