ঢাকা ,
বার : সোমবার
তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ করোনা মহামারিতে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বিশেষ প্রার্থনা সভা আগামীকাল

করোনা মহামারিতে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বিশেষ প্রার্থনা সভা আগামীকাল

0
657

আগামীকাল ২৬ জুন, ২০২০ সন্ধ্যা ৭ টায় সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্য দিয়ে ‘করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের আত্মার কল্যাণ, আক্রান্ত ব্যক্তিদের আরোগ্য লাভ এবং করোনা থেকে মানবজাতির মুক্তি কামনায়’ বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন-এর পক্ষ থেকে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে।

এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও’র নেতৃত্বে ও মহাসচিব হেমন্ত আই. কোড়াইয়ার সঞ্চালনায় এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

প্রার্থনা সভায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ, সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ সারাবিশ্বে খ্রিষ্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলিম সম্প্রদায়ের পরলোকগত সকলের আত্মার কল্যাণ কামনা করা হবে।

এ ছাড়াও করোনায় আন্ত্রান্ত বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও সংসদ সদস্য মাফরাফি বিন মর্তুজা, ধরেন্ডা ক্রেডিটের সেক্রেটারি ও ধরেন্ডা সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের শিক্ষক নয়ন জি. রোজারিওসহ সারাবিশ্বে করোনায় আক্রান্ত সকল ব্যক্তিদের সুস্থতার জন্যও বিশেষ প্রার্থনা করা হবে।

প্রার্থনা পরিচালনা করবেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি, সিলেটের বিশপ বিজয় এন’ ডি’ক্রুজ ওএমআই, চার্চ অব বাংলাদেশের মডারেটর বিশপ সুনীল শ্যামুয়েল মানখিন, বিবিসিএসের সভাপতি মি. খ্রীষ্টফার অধিকারী, রেভা: অ্যালভিন পি. ভক্ত, রেভা ডেভিড এ. দাস।

এ সময় ধন্যবাদ জানানো হবে যারা ইতিপূর্বে করোনায় আক্রান্ত হয়ে মহান সৃষ্টিকর্তার অনুগ্রহে সুস্থ হয়ে উঠেছেন। (বিজ্ঞপ্তি)