শিরোনাম :
কাক্কো লি: এর নব-নির্বাচিত চেয়ারম্যান টুটুল পিটার রড্রিকস্ ও সেক্রেটারি কলিন্স টলেন্টিনু
কাক্কো’র বিশেষ সাধারণ সভা ও নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত
ডিসিনিউজবিডি।।
দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ কাক্কো লিমিটেড-এর বিশেষ সাধারণ সভা ও নির্বাচন ২০ জুন, ২০২৫, ঢাকার মনিপুরিপাড়াস্থ কাক্কো’র নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে চেয়ারম্যান পদে টুটুল পিটার রড্রিকস্, ভাইস চেয়ারম্যান পদে নিকোলাস আর কোড়াইয়া, সেক্রেটারী হিসেবে কলিন্স টলেন্টিনু, ট্রেজারার রিচার্ড রিপন সরদার নির্বাচিত হন। একই সাথে ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন ডেভিড রোজারিও, আগষ্টিন কস্তা, সিলভিয়া রোজারিও, রোমিও ডি’কস্তা, উইলসন রিবেরু, রোনাল্ড সনি গমেজ, আগষ্টিন বাড়ৈ টিটু এবং সোহেল থিউটনিয়াস রোজারিও।

নব-নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও সেক্রেটারি মাইকেল জন গমেজ।
সভায় সভাপতিত্ব করেন কাক্কো লিঃ-এর চেয়ারম্যান পংকজ গিলবার্ট কস্তা, নির্বাচন অংশে সভাপতিত্ব করেন নির্বাচন কমিটির চেয়ারম্যান জনাব মিজানুর রহমান, সঞ্চালনা করেন সিইও ডমিনিক রঞ্জন পিউরিফিকেশন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) জনাব জেবুন নাহার, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নির্মল রোজারিও, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ, ঢাকা-এর প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও সুপারভাইজরি কমিটির সদস্য মারিয়া ডি’কুনা , দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর চেয়ারম্যান আগষ্টিন প্রতাপ গমেজ।
এছাড়াও কাক্কো’র ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, নির্বাচন কমিটির সদস্যবৃন্দ, সমগ্র বাংলাদেশ হতে আগত কাক্কো’র সদস্য সমিতির ডেলিগেটবৃন্দ ও নেতৃবৃন্দসহ সর্বমোট ১২০ জন উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে পংকজ গিলবার্ট কস্তা কাক্কো’র বর্তমার অবস্থান সম্পর্কে তুলে ধরেন। তিনি কাক্কো’র উন্নয়নমুখী কার্যক্রম কৃষি ও খামার প্রকল্প সম্পর্কে জানান। সদস্য সমিতিসমূহকে একই ধরণের কার্যক্রম গ্রহণে উহসাহিত করেন।
তিনি বলেন, “বর্তমান বাস্তবতায় দেখা যাচ্ছে শুধু অনুৎপাদনশীল খাতে বেশী ঋণ প্রদান হচ্ছে, এতে করে দিন দিন খেলাপী বৃদ্ধি পাচ্ছে। এই খেলাপী ঋণ নিরসনে কাক্কো ক্রেডিট মনিটরিং সিস্টেম (সিসিএমএস) এর কার্যকারিতা তুলে ধরেন এবং সফট্ওয়্যারটি সকলকে গ্রহণের আহ্বান জানান।” তিনি নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটিকে অভিনন্দন জানান এবং সামনের দিনে সহযোগিতার আশ্বাস দেন।
অতিথিবৃন্দ সকলেই কাক্কো’র বর্তমান কার্যক্রমের ভূঁয়শী প্রশংসা করেন। সমবায় সমিতির মূলনীতি অনুযায়ী সমিতিসমূহের মধ্যে আন্তঃসহযোগিতা বৃদ্ধিতে আরও কাজ করার অনুরোধ জানান। পরিবেশ সুরক্ষাসহ উৎপাদনমুখী কার্যক্রম হিসেবে কাক্কো’র কৃষি ও খামার কার্যক্রম-এর অনুরূপ কার্যক্রম গ্রহণের জন্য পরামর্শ প্রদান করেন। নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটিকে শুভেচ্ছা জানান এবং কাক্কো’র এই ধারাবাহিক উন্নয়নের ধারা রক্ষার প্রত্যাশা ব্যক্ত করেন।

নব-নির্বাচিত চেয়ারম্যান মিঃ টুটুল পিটার রড্রিকস্ নব-নির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের পক্ষ থেকে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি কাক্কো’র এই চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। বর্মান ব্যবস্থাপনা পরিষদকে ধন্যবাদ জানান তাদের সফল নেতৃত্বের জন্য। সেইসাথে নির্বাচন কমিটিকে ধন্যবাদ জানান অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করার জন্য।
নব-নির্বাচিত অভ্যন্তরীণ নিরীক্ষা কোষের আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন পংকজ গিলবার্ট কস্তা, সদস্য সচিব অনিল লিও কস্তা, সদস্য উজ্জ্ল শিমন রোজারিও।
পরে নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটিকে কাক্কো ও সদস্য সমিতিসমূহের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এবং ভাইস চেয়ারম্যান অনিল লিও কস্তা’র ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে বিশেষ সাধারণ সভা ও নির্বাচন সমাপ্ত হয়।
































































