শিরোনাম :
কাথলিক মন্ডলীর ধর্মগুরু পোপ চতুর্দশ লিও’কে অভিনন্দন

ডিসিনিউজডেস্ক।।
কাথলিক মন্ডলীর নতুন পোপ নির্বাচিত হয়েছেন আমেরিকান কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভিষ্ট এবং তিনি নাম নিয়েছেন চতুর্দশ লিও। পোপ নির্বাচনের মাত্র দ্বিতীয় দিনেই ১৩৩ জন কার্ডিনাল পোপ লিও’কে নির্বাচিত করেছেন।
৯ মে, ভাটিতাকের সিস্টিন চ্যাপেলের ভেতর থেকে সাদা ধোঁয়া উঠলে জানা যায় পোপ নির্বাচন সম্পন্ন হয়েছে এবং এরই প্রায় এক ঘন্টার বেশি সময় পরে পোপ চতুর্দশ লিও সেন্ট পিটার্স ব্যাসেলিকার বেলকুনিতে এসে রোমের সময় ৭:১৫ মিনিটে উপস্থিত হাজারো খ্রীষ্টভক্তের সামনে দেখা দেয়। তখন ভাতিকানে ৮ মে, ২০২৫।
৬৯-বছর বয়স্ক পোপ লিও যখন সবার সামনের বেরিয়ে আসে তখন খ্রীষ্টভক্তরে পতাকা ও সাদা রুমাল উড়াচ্ছিলেন। পোপ লিও হলেন কাথলিক মন্ডলীল ২৬৭-তম পোপ এবং প্রথম আমেরিকান নাগরিক।
পোপ লিও তার খ্রীষ্টবিশ্বাসীদের উদ্দেশ্যে প্রথমই বলেন, “তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হউক।”
নতুন পোপ চতুর্দশ লিও’কে ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও সেক্রেটারি মাইকেল জন গমেজ শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন এবং পোপ এর জন্য সবার প্রার্থনা কামনা করেন। একই সাথে নতুন পোপকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও।
পোপ লিও একজন আগষ্টিনিয়ান সম্প্রদায়ের এবং তিনি আমেরিকার সর্বশেষ কার্ডিনাল যিনি বেশিরভাগ সময় পেরু এবং রোমে দায়িত্বরত ছিলেন।
আমেরিকান কাথলিক সংবাদ সংস্থা ন্যাশনাল কাথলিক রিপোর্টার এর মতে, পোপ লিও এমন একজনকে চাচ্ছিলেন যিনি পোপ ফ্রান্সিসের নেয়া কার্যক্রমের বাস্তবায়ন করবেন কিন্তু এখন তার নিজের উপরই সেই গুরু দায়িত্ব অর্পিত হয়েছে।
পোপ ফ্রান্সিস ২১ মে, ইস্টারের ঠিক পরের দিন মারা যাওয়ার পরে পোপ লিও তার স্থলাভিষিক্ত হন।































































