ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৯ অক্টোবর ২০২৫
বাংলা : ১৪ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কারিতাস বাংলাদেশ নির্বাহী পরিচালক হলেন দাউদ জীবন

কারিতাস বাংলাদেশ নির্বাহী পরিচালক হলেন দাউদ জীবন

0
975

ডিসিনিউজ ডেস্ক

বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর উন্নয়নমূলক সংস্থা কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন দাউদ জীবন দাশ।

২৩ মে, অনুষ্ঠিত কারিতাস বাংলাদেশের সাধারণ পরিষদের ১১২তম বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ১ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ থেকে জীবন দাশ সংস্থার বর্তমান নির্বাহী পরিচালক সেবাষ্টিয়ান রোজারিও’র স্থলাভিষিক্ত হবেন।

দাউদ জীবন দাশ ২০০৭ খ্রিষ্টাব্দে কারিতাসে যোগদান করেন এবং ২০১৬ খ্রিষ্টাব্দের নভেম্বর মাস থেকে কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। জানুয়ারি ২০২৪ থেকে কারিতাস বাংলাদেশের পরিচালক (কর্মসূচি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজের ওপর স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন।

ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও সেক্রেটারি মাইকেল জন গমেজ নতুন নির্বাহী পরিচালক দাউদ জীবন দাশকে অভিনন্দন জানিয়েছেন।

সাধারণ সভায় কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক অপূর্ব দ্রং কারিতাস বাংলাদেশের পরিচালক (কর্মসূচি) হিসেবে মনোনীত করা হয়। দ্রং ৩০ এপ্রিল, ২০১৪ খ্রিষ্টাব্দ থেকে ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৪ খ্রিষ্টাব্দ থেকে কারিতাস বাংলাদেশের বিভিন্ন পদে থেকে সেবা দিয়ে আসছেন।

কারিতাস বাংলাদেশের ট্রাস্ট কোর-দি- জুট ওয়ার্কস্-এর পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় রীতা রোজলিন কস্তাকে। তিনি ডাটা কনসালটেন্সি নামক সংস্থায় পরিচালক-অপারেশনস এন্ড কানসালটেন্ট পদে দায়িত্ব পালন করে আসছেন।

কস্তা ব্র্যাক সংস্থায় প্রোগ্রাম কোর্ডিনেটর ও কমিউনিটি এমপাওয়ার প্রোগ্রামে ২০১০ থেকে ২০২১ খ্রিষ্টাব্দ পর্যন্ত সেবা দিয়েছেন। তিনি ব্র্র্র্যাক সংস্থায় যোগদানের পূর্বে কারিতাস বাংলাদেশে জেন্ডার এন্ড ডেভলপমেন্ট প্রোগ্রামে প্রজেক্ট কো-অডিনেটর হিসেবে সেবা দিয়েছিলেন।