ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৪
বাংলা : ৯ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওর বিশপীয় অভিষেকের ৩০ বছর পূর্তি আজ

কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিওর বিশপীয় অভিষেকের ৩০ বছর পূর্তি আজ

0
432

|| নিউজ ডেক্স ||

ঢাকার আর্চবিশপ বাংলাদেশ ক্যাথলিক মন্ডলীর গৌরব, প্রথম বাংলাদেশি কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি’র বিশপীয় অভিষেকের ৩০ বছর পূর্তি আজ।
১৯৯০ সনের ১২ সেপ্টেম্বর, আজকের দিনে উত্তরবঙ্গের রাজশাহী ধর্মপ্রদেশের বিশপ হিসেবে অধিষ্ঠান লাভ করেন। কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও পাঁচ বছর রাজশাহী, ১৫ বছর বৃহত্তর চট্টগ্রাম ধর্মপ্রদেরশর বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দশ বছর ধরে ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
কার্ডিনাল প্যাট্রিক তাঁর ফেসবুকে লিখেন, ‘আজ ১২ সেপ্টেম্বর আমার বিশপীয় অভিষেকের ৩০ বছর। আমি আনন্দিত এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি যে আমি পাঁচ বছর রাজশাহীতে, পনের বছর চট্টগ্রামে এবং প্রায় দশ বছর ঢাকায় সেবা দিয়েছি।’
ঈশ^রের প্রতি তাঁর ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।