ঢাকা ,
বার : বুধবার
তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১০ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট কালবের সেক্রেটারি আলফ্রেড রায়ের শেষ কৃত্যানুষ্ঠান শেষে ঢাকা ক্রেডিটের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

কালবের সেক্রেটারি আলফ্রেড রায়ের শেষ কৃত্যানুষ্ঠান শেষে ঢাকা ক্রেডিটের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন

0
462

ডিসিনিউজ ।। ঢাকা

দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) এর সেক্রেটারি আলফ্রেড রায়ের কৃত্যানুষ্ঠানের খ্রিষ্টযাগ শেষে ঢাকা ক্রেডিট ও অন্যান্য প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় তেজগাঁও চার্চে আলফ্রেড রায়ের কৃত্যানুষ্ঠানের খ্রিষ্টযাগ উৎসর্গ করা হয়। খ্রিষ্টযাগ শেষে তার মরদেহের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা, সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়াসহ ঢাকা ক্রেডিটের পরিচালনা পর্ষদ। এ সময় আরো শ্রদ্ধা নিবেদন করেন কাককোর চেয়ারম্যান নির্মল রোজারিও, কালবের কর্মকর্তা, হাউজিং সোটাইটির কর্মকর্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের ভাইস-প্রেসিডেন্ট আলবার্ট আশিস বিশ্বাস, ট্রেজারার পিটার রতন কোড়াইয়া, বোর্ড অব ডিরেক্টর পাপড়ী আরেং, আনন্দ ফিলিপ পালমা, প্রত্যেশ রাংসা, ক্রেডিট কমিটির চেয়ারম্যান সুকুমার লিনুস ক্রুজ, সুপারভাইজরি কমিটির সেক্রেটারি পিয়ন্ত কস্তা, সদস্য বার্নার্ড পংকজ রোজারিও, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব জেমস সুব্রত হাজরাসহ আরো অনেকে।

এরপর তার মরদেহ নিয়ে গৌরনদীর উদ্দেশে রওনা দেয় আত্ময়ী-স্বজন। আগামীকাল তাকে নিজ মাতৃভূমিতে সমাধিস্থ করা হবে।

গত (৬ সেপ্টেম্বর) রাতে আলফ্রেড রায়ের বুকে ব্যথা শুরু হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।

আলফ্রেড রায় সমবায়ে অসংখ্য অবদান রেখেছেন। তিনি ছিলেন গৌরনদী খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর প্রাক্তন চেয়ারম্যান, বর্ণালী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:-এর প্রাক্তন সেক্রেটারি। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে সেবা দিয়েছেন।

বরিশালের বিল্লাগ্রামের সন্তান আলফ্রেড রায় মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী রুমা মেরী এ্যাগনেস বাউল ও মেয়ে এ্যাঞ্জিলিনা এরিন রায়সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী।

আলফ্রেড রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট পংকজ গিলবার্ট কস্তা ও  সেক্রেটারি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া। তারা তার বিদেহী আত্মার কল্যাণ কামনা করেন ও শোকার্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।