শিরোনাম :
কালাচাঁদপুরে গারো মা-মেয়ে খুন
রাজধানীর ঢাকার, গুলশান এলাকার কালাচাঁদপুরের একটি বাসায় গারো সমাজের মা-মেয়েকে খুন করে পালিয়েছে দুর্বৃত্তরা। বেসেথ চিরান (৬৫) ও তার মেয়ে সুজাত চিরানকে (৪২) মঙ্গলবার খুন করে দুর্বত্তরা।
মঙ্গলবার বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে তাদের খুন করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। সন্ধ্যার পর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গুলশান থানা পুলিশ। সুজাতকে খাটের মধ্যে গলাকাটা অবস্থায় পান তারা। আর সুজাতের মা বেসেথ চিরানকে পান খাটের নিচে। বেসেথকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। সুজাতার বোনের ছেলে সঞ্জিত ও তার বন্ধুরা এই জোড়া খুনের সঙ্গে জড়িত। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
পুলিশের ধারণা পারিবারিক কারণে তাদের দুজনকে খুন করা হয়েছে। তবে এখনই এ বিষয়ে নিশ্চিত করে বলা সম্ভব না জানান পুলিশ।
রাত ১১টার দিকে তারা লাশ দুটি উদ্ধার করে। সুরতহালের পর ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সুজাতের স্বামীর নাম আশীষ মানকিন। তাদের তিন মেয়ে মায়াবী চিরান, মাধবী চিরান ও সুরভী চিরান। তাদের মধ্যে মায়াবী চিরানের বিয়ে হয়েছে। তার স্বামীর নাম পেলেস্তা। তারা সবাই কালাচাঁদপুরের ক-৫৮/২ নাম্বার বাসার চতুর্থ তলায় থাকতেন। ঘটনার সময় সুজাত ও তার মা বেসেথ ছাড়া কেউ বাসায় ছিলেন না।
দুপুরে সঞ্জিত তার ২/৩ বন্ধু নিয়ে বাসায় এসেছিল।তখন সুজাতের দুই মেয়ে বাসায় ছিল। দুপুরের পর তারা কাজে যাওয়ার সময় সঞ্জি ও তার বন্ধুরা বাসায় ছিল। ধারনা করা হচ্ছে-তারাই দুজনকে হত্যা করে পালিয়েছে। বাসার মূল ফটকে সিসি ক্যামেরাও রয়েছে। পুলিশ সেই ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করে দেখছে।
সুজাতের বড় মেয়ে মায়াবির স্বামী পিলেস্তা সন্ধ্যা ছয়টার দিকে ওই বাসায় আসেন। সে সময় তিনি দরজা বাইরে থেকে ছিটকিনি লাগানো অবস্থায় দেখতে পান। পরে ভেতরে ঢুকে তিনি সুজাত ও তাঁর মা বেশথ চিরান মরদেহ দেখতে পান। তিনি বিষয়টি বাড়ির মালিককে জানান। বাড়ির মালিক গুলশান থানায় ফোন দিয়ে পুলিশকে খবর দেন বলে জানা যায়।
আরবি.আরপি. ২১ মার্চ, ২০১৭