ঢাকা ,
বার : শনিবার
তারিখ : ১৬ নভেম্বর ২০২৪
বাংলা : ২ অগ্রহায়ণ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা ঢাকা ক্রেডিট কেওয়াচালায় ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার ও কালেকশন বুথ উদ্বোধন

কেওয়াচালায় ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার ও কালেকশন বুথ উদ্বোধন

0
52

ডিসিনিউজবিডি।। গাজীপুর

“আজ থেকে কেওয়াচালায় কালেকশন বুথ হয়েছে এবং আপনাদের সহযোগীতা থাকলে আগামী এখানে একটি পূর্ণাঙ্গ সেবা কেন্দ্র আমরা চালু করতে পারবো,” কেওয়াচালায় ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার ও কালেকশন বুথ উদ্বোধনের সময় একথা বলেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট।

১ নভেম্বর, ২০২৪ প্রায় ২৫০ জন সদস্য ও খ্রিষ্টভক্তের উপস্থিতিতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন কেওয়াচালা গীর্জা কমিউনিটি সেন্টারে ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার ও কালেকশন বুথ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা (ঢাকা ক্রেডিট) এর সেক্রেটারি মাইকেল জন গমেজ এর সঞ্চালনায় ও প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা সেমিনার ও কালেকশন বুথ উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা ক্রেডিটের সর্ববৃহৎ প্রকল্প ডিভাইন মার্সি হাসপাতাল, ডিসি স্কুল, জীম, বিউটিপার্লার, সিকিউরিটি সার্ভিস, ঋণ প্রকল্প, বিভিন্ন ডিপোজিট, ডিসি চাইল্ড কেয়ার সেন্টার, রিসোর্টসহ অন্যান্য প্রকল্প নিয়ে বিস্তর আলোচনা করা হয়।

প্রেসিডেন্ট কোড়াইয়া তার স্বাগত বক্তব্যে উপস্থিত সকলকে বর্তমান পরিচালনা পরিষদ ও ঢাকা ক্রেডিটের সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আজকে কেওয়াচালাবাসীর জন্য আনন্দের দিন, আপনাদের প্রত্যাশিত কালেকশন বুথ আজকে উদ্বোধন হয়েছে এবং আপনারা সহযোগীতা করলে আগামীতে এখানে ঢাকা ক্রেডিটের নিজস্ব একটি পূর্ণাঙ্গ সেবাকেন্দ্র হবে।” কালেকশন বুথের জন্য জায়গা দেয়ার জন্য তিনি স্থানীয় পাল-পুরোহিতকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, “আমরা ডিভাইন মার্সি হাসপাতাল করেছি যেখানে আপনারা অল্প করছে আন্তর্জাতিক মানের চিকিৎসা নিতে পারবেন। হাসপাতাল যেন আপনারা দেখে আসতে পারেন সেজন্য আগামী নভেম্বর ২৯, তারিখে সেখানে ঢাকা ক্রেডিটের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছে, আপনারা যাবেন। আপনাদের যাতায়াতের জন্য সুব্যবস্থা ঢাকা ক্রেডিট করবে।”

কেওয়াচালা গির্জার পাল পুরোহিত ফাদার প্যাট্রিক শিমোন গমেজ কালেকশন বুথ প্রার্থার মধ্যে দিয়ে আশির্বাদ করেন। পরে, অতিথি ও ঢাকা ক্রেডিটের কর্মকর্তাদের নিয়ে ফিতা কেটে বুথ উদ্বোধন করেন।

পরে ফাদার গমেজ তার বক্তব্যে ঢাকা ক্রেডিটের এই উদ্যোগকে সাধুবাদ জানানো পাশাপাশি স্থানীয়দের সতর্ক করে বলেন, “শুধু মাত্র ঋণ নেয়ার জন্যই যে ক্রেডিটের সদস্য হবেন তা নয়। সঞ্চয়ের উপর আগে জোর দিতে হবে, আগে সঞ্চয় করবেন এবং পরে ঋণ করবেন।”

কেওয়াচালায় ঢাকা ক্রেডিটের শিক্ষা সেমিনার ও কালেকশন বুথ উদ্বোধন অনুষ্ঠানে শিশুদের জন্য সঞ্চলের উপর বিশেষ আলোচনা হয় যাতে করে শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়। একই সাথে ডিভাইন মার্সি হাসপাতাল খুব শীঘ্রই মেডিক্যাল কলেজ স্থাপন করতে যাচ্ছে এবং অন্যান্যদের সাথে খ্রিষ্টান যুবরা স্বল্প খরচে এই মেডিক্যালে পড়তে পারবে বলে ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে সদস্যদের আশ্বাস্ত করা হয়।

অনুষ্ঠানে সদস্য এবং যারা আগামীতে সদস্য হবেন তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ঢাকা ক্রেডিটের বোর্ড ডিরেক্টর নিরাপদ হালদার ও মনিকা গমেজ, ক্রেডিট কমিটির সদস্য ঊমা ম্যাগডেলিন গমেজ, সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান সুমন জেমস ডি’ কস্তা ও সেক্রেটারী সুহৃদ গমেজ, সদস্য মলয় নাথ ও মারিয়া ডি’ কুনা, ঢাকা ক্রেডিটের ভারপ্রাপ্ত সিইও জোনাস গমেজ। স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি সাগর সাংমা ও সেক্রেটারী সুব্রত মারাক, পিমে সিস্টার সরলা পালমা, ব্যাপ্টিষ্ট চার্চের সদস্য মারলিনা সরকার পলিসহ অন্যান্য অতিথিবৃন্দ।