শিরোনাম :
কোনিও হোশি হত্যা মামলায় ৫ জঙ্গির ফাঁসির রায়
জাপানি নাগরিক কোনিও হোশি হত্যা মামলায় ৫ জনের ফাঁসির রায় দিয়েছে রংপুরের আদালত।
২৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার রংপুরের বিশেষ জজ নরেশচন্দ্র সরকার দুই বছর আগের চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় দেন। এ মামলার এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
দুই বছর আগে রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের আলুটারি গ্রামে ২০১৫ সালের ৩ অক্টোবর গুলি করে হত্যা করা হয় ৬৬ বছর বয়সি জাপানি নাগরিক কুনিও হোশিকে।
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য এবং অর্থনীতিকে পঙ্গু করার লক্ষ্য নিয়ে ওই হত্যাকাণ্ড চালানো হয়।
মামলার অভিযোগপত্রে আট আসামির নাম থাকলেও তাদের দুজন আগেই পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। বাকি ছয় আসামির মধ্যে পাঁচজন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে জেএমবির রংপুর অঞ্চলের কমান্ডার মাসুদ রানা ওরফে মামুন ওরফে মন্ত্রী (৩৩), ওই জঙ্গি সংগঠনের সদস্য ইছাহাক আলী (৩৪), লিটন মিয়া ওরফে রফিক (৩২), সাখাওয়াত হোসেন (৩০) এবং পলাতক আহসান উল্লাহ আনসারী ওরফে বিপ্লবের (২৪) ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় আরেক আসামি আবু সাঈদকে (২৮) বিচারক খালাস দিয়েছেন।
এ মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন রথীশচন্দ্র ভৌমিক বাবুসোনা। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবুল হোসেন।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রথীশচন্দ্র ভৌমিক বলেন, “আদালত বলেছে, তথ্য-প্রমাণের ভিত্তিতে সাঈদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। এ কারণে তাকে খালাস দেওয়া হয়েছে। আমরা নথিপত্র পর্যালোচনা করে পরে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেব।”
এই রায় ঘিরে সোমবার রাত থেকেই রংপুর জজ আদালত এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। মঙ্গলবার সকাল থেকে আদালতের সবগুলো ফটকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকতে দেখা যায়। আইনজীবী ও সংবাদকর্মী ছাড়া অন্য কাউকে রায়ের আগে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
এসএস/আরপি/২৮ ফেব্রুয়ারি,২০১৭