ঢাকা ,
বার : শুক্রবার
তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৪
বাংলা : ১৩ পৌষ ১৪৩১
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের জীবনমান উন্নয়নে বিনামূল্যে কম্পিউটার শিক্ষা প্রশিক্ষণ

ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের জীবনমান উন্নয়নে বিনামূল্যে কম্পিউটার শিক্ষা প্রশিক্ষণ

0
1481

দিনাজপুর জেলার বিরল উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের জীবনমান উন্নয়নের জন্য প্রথমবারের মতো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ক্লাশ শুরু হয়েছে।

১৪ মার্চ, বিরল উপজেলা নির্বাহী অফিসার জনাব এ.বি.এম রওশন কবীর এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিরল উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সমবায় সমিতির সভাপতি জনাব হারুন এক্কা ও বিরল উপজেলার কম্পিউটার প্রশিক্ষক শামীম আলী।

উপজেলা নির্বাহী অফিসার রওশন কবীর বলেন, ‘প্রধানমন্ত্রী কর্তৃক আমরা শুধুমাত্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের জন্য বিনামূল্যে এই কম্পিউটার শিক্ষা প্রশিক্ষণ প্রদান করছি। আইসিটি সেক্টরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মধ্যেও নতুন কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যেক্তা তৈরির লক্ষে আমাদের এ উদ্যোগ।”

এ ছাড়াও তিনি সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

১ম ব্যাচে ১০জন শিক্ষার্থী এই প্রশিক্ষণে সুযোগ পেয়েছে। তারা প্রত্যেকেই সাঁওতাল ও উরাঁও জাতি গোষ্ঠির।

৬ মাস ব্যাপি এই প্রশিক্ষণের মধ্যে থাকবে কম্পিউটারের অফিশিয়াল প্রোগ্রাম শিক্ষা, বেসিক সফ্টওয়্যার ও হার্ডওয়্যার এবং ফ্রিল্যান্সিং ট্রেনিং।

আরবি.আরপি. ১৮ মার্চ, ২০১৮