শিরোনাম :
খাগড়াছড়িতে শিশুমঙ্গল সমাবেশ
ম্যাগডেলিন ডি’সিলভা || ডিসিনিউজ
গত ৭ ও ৮ নভেম্বর চট্টগ্রাম ডায়োসিসের খাগড়াছড়ি জেলার প্রেরিত শিষ্য সাধু যোহনের ধর্মপল্লীতে পবিত্র শিশুমঙ্গল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের মূলসুর ছিল ‘আমরা দীক্ষিত- জগতে আমরা প্রেরিত’।
দুই দিনব্যাপী এ শিশু সমাবেশে ১২০ জন শিশু, ২০ জন শিশুমঙ্গল এনিমেটর, ২ জন ফাদার, ২ জন সিস্টারসহ ১৫০ জন উপস্থিত ছিলেন। খাগড়াছড়ি জেলার প্রত্যন্ত ও দূর্গম এবং আদিবাসী অধ্যুষিত ১৬টি গ্রাম থেকে শিশু ও এনিমেটরগণ এ সমাবেশে অংশগ্রহণ করেন।
৭ নভেম্বর নাম নিবন্ধন, পরিচয় পর্ব, প্রার্থনার মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়।
মূল পর্ব শুরু হয় ৮ নভেম্বর সকালে পবিত্র খ্রিষ্টযাগের মধ্য দিয়ে। খ্রিষ্টযাগ উৎসর্গ করেন
ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার মাইকেল রায় ও সহকারী পাল পুরোহিত ফাদার রবার্ট গোনছালভেছ।
খ্রিষ্টযাগে বাণী পাঠ, উদ্দেশ্য, গান ইত্যাদিতে সক্রিয় অংশগ্রহণ করে শিশুরা।
এনিমেটরগণ শিশুদের কয়েকটি দলে ভাগ করেন। ধর্মীয় ছবি অংকন করে শিশুরা। পরে দলীয়ভাবে এর ব্যাখ্যা দেন তারা। শিশুদের ধর্মশিক্ষা, খেলাধূলা প্রতিযোগিতা, আবৃত্তি, নাচ গান, ইত্যাদিতে দিনটি ছিল উৎসবমূখর।
ফাদার মাইকেল রায় বলেন, শিশুরা পবিত্র, তারা পরিবারের আলো। প্রভুযীশু শিশুদের ভালবাসতেন। খাগড়াছড়ির মত প্রত্যন্ত অঞ্চলের শিশুরা ধর্মশিক্ষা, খ্রিষ্টীয় মূল্যবোধ ও পালকীয় সেবা প্রাপ্তির ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে, তাই আমরা পবিত্র শিশুমঙ্গল সমাবেশের মাধ্যমে তাদেরকে খ্রিষ্টীয় মূল্যবোধ ও পালকীয় সেবা প্রদানের চেষ্টা করি।