ঢাকা ,
বার : মঙ্গলবার
তারিখ : ০৪ নভেম্বর ২০২৫
বাংলা : ২০ কার্তিক ১৪৩২
Dcnewsbd Facebook
Dcnewsbd Twitter

শিরোনাম :

প্রথম পাতা দেশ খাগড়াছড়িতে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

খাগড়াছড়িতে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

0
337

“Achieving the Sustainable Development Goals through effective Delivery of Services, Innovative Transformation and Accountable Institutions” পতিপাদ্য নিয়ে খাগড়াছড়িতে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে রোববার সকালের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিল উল্ল্যাহ মারুফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোহাম্মদ শহিদুল ইসলাম।

সরকারের সকল উদ্যোগ দেশের জন্য, দেশের মানুষের জন্য। সার্বিক জনকল্যাণ নিশ্চিত করতে সিভিল সার্ভিস কর্মকর্তা, কর্মচারীসহ সকলে দিনরাত কাজ করে যাচ্ছে। ঘরে ঘরে সেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ সরকারী কর্মকর্তারা। আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসক সন্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জনগণের জন্য এক সময় সিভিল সার্ভিস কর্মকর্তাদের নাগাল পাওয়া দুষ্কর ছিলো, জনগণের সাথে সম্পৃক্ততা কম ছিলো। কিন্তু এখন দিন পাল্টাচ্ছে। এখন কর্মকর্তারা জনগণের দোরগড়ায় সেবা পৌঁছে দেবার চেষ্টা করছে। প্রতিনিয়ত জনগণের সাথে যোগাযোগের মাধ্যমে সিভিল সার্ভিসের সেবা নিশ্চিত করছে। সরকারের আন্তরিকতার কারণে সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সরকারি কর্মচারীরা পাবলিক সার্ভিসকে শুধু পেশা নয়, ব্রত হিসেবেও গ্রহন করবেন এবং স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সঙ্গে সকল কর্মচারীদের কাজ করারও আহবান জানান তিনি।

আলোচনা সভায় খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।